স্টাফ রিপোর্টার
এশিয়ার ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে গত ৪ জানুয়ারী সোমবার বিকেলে জকিগঞ্জ পৌর শহরস্থ ছাত্রলীগ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগ নেতা আলমগীর হোসাইন পুতুলের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন চৌধুরী এবং নাছির আহমদের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র বীরমুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ পৌর যুবলীগ সভাপতি আব্দুস সালাম, যুগ্ম সম্পাদক আজমল হোসেন ও উপজেলা যুবলীগ নেতা আব্দুল কাইয়ুম। বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা মাহমুদ হোসাইন, ভাস্কর দেশমূখ্য, জুবায়ের আহমদ শুভ, মামুন আহমদ, আফছর খান, নাহিদ আহমদ, মৃনাল কান্তি, রাজু রায়, আয়নুল আহমদ, জুবায়ের আহমদ ও জুয়েল আহমদ প্রমূখ। আলোচনা সভা শেষে কেক কেটে বাংলাদেশ ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !