স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারস্থ সীমান্তিকের প্রধান কার্যালয়ে অবস্থিত সূর্যের হাসি ক্লিনিকে ২৪ ঘন্টা নরমাল ডেলিভারী সেবা কেন্দ্রের উদ্বোধন করলেন জাতীয় সেচ্ছাসেবী সংস্থা সীমান্তিকের চীপ পেট্রোন দেশের খ্যাতনামা অর্থনীতিবীদ ড. আহমদ আল কবির। এ উপলক্ষে গত ১০ জানুয়ারী রোববার দুপুরে আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. আহমদ আল কবির বলেন, সীমান্তিক সূর্যের হাসি ক্লিনিকে ২৪ ঘন্টার ডেলিভারী সেবার মাধ্যমে নবজাতক সন্তান প্রসব ও প্রসবোত্তর সেবা প্রদানে সাধারণ মানুষের আর ভোগান্তি পোহাতে হবে না। বাংলাদেশে শিশু মৃত্যুর হার কিছুটা কমলেও মাতৃত্বকালীন মৃত্যুর হার বেড়েছে। আর সারাদেশের তুলনায় মা ও শিশু মৃত্যুর এ হার সবচেয়ে বেশি সিলেটে। এ মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার কমানোই হচ্ছে সূর্যের হাসি ক্লিনিকের নতুন সেবার প্রধান লক্ষ্য। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সীমান্তিকের চেয়ারপার্সন অধ্যক্ষ মাজেদ আহমদ চঞ্চল, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সাজনা সুলতানা হক চৌধুরী, ইছামতি ডিগ্রী কলেজের অধ্যক্ষ জালাল উদ্দিন, সীমান্তিকের ভাইস চেয়ারপার্সন ও মানিকপুর ইউনিয়ন চেয়ারম্যান আবু জাফর মোঃ রায়হান, মহাসচিব মোঃ আব্দুল কুদ্দুছ, সাবেক মহাসচিব মালেক আহমদ, সিলেট কমিটির প্রেসিডেন্ট আব্দুল আহাদ চৌধুরী, কালিগঞ্জ কমিটির সেক্রেটারী জেনারেল নুরুল আমিন চৌধুরী লেলিন, নির্বাহী পরিচালক কাজী মোকসেদুর রহমান, ডিরেক্টর পারভেজ আলম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সীমান্তিক ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল নজরুল হক তাপাদার, সীমান্তিক-এনএইচএসডিপির প্রকল্প পরিচালক আব্দুর রহিম, লুৎফর রহমান, মোঃ আব্দুল হাছিব, মোঃ ফয়জুর রহমান, হালিম আহমদ, শাহীন আহমদ, সূর্যের হাসি ক্লিনিক ম্যানেজার আব্বাছ উদ্দিন, ফয়ছল আহমদ, সীমান্তিক প্রকল্প কর্মকর্তা জামাল আহমেদ, আতাউর রহমান, ডঃ মাহমুদ, নাজিম আহমদ জুয়েল, তাজ উদ্দিন, জামাল উদ্দিন, সৈয়দ আবুল হাসানাত জুয়েল, ফজলু মিয়া, হেলাল আহমদ, মাছুম মিয়া, সাইফুল ইসলাম ও পলাশ বণিক প্রমূখ।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !