স্টাফ রিপোর্টার
সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদ অনলাইন সংস্করণে গত শুক্রবার “জকিগঞ্জের বিয়াবাইলে প্রবাসীর জমি দখল করতে গিয়ে বিজিবি’র হাতে অস্ত্রসহ এক ব্যক্তি আটক!” শিরোনামে প্রকাশিত সংবাদের সাথে ভিন্ন পোষণ করেছেন আটক মুহিউদ্দীনের বড় ভাই আলতাফ হোসেন। এক প্রতিবাদলিপিতে তিনি বলেন, মুহিউদ্দীনের বাড়ি নিয়ে আদালতে একটি মামলা রয়েছে এবং এ ব্যাপারে আদালতের স্থিতাবস্থা রয়েছে। প্রতিপক্ষের লোকজন আগে ওৎ পেতে বসে তাকে ধরে নিয়ে মারধর করে অস্ত্র দিয়ে ছবি তুলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করে। এ ব্যাপারে জকিগঞ্জ থানার ওসি শফিকুর রহমান খান জানান, বিষয়টি তার কাছে সন্দেহজনক মনে হয়েছে। মহিউদ্দিনকে ফাঁসানোর জন্য এটা করা হতে পারে। এ কারণে তারা বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছেন। বিয়াবাইলকে জটিল এলাকা হিসেবেও তিনি অবহিত করেন।
যে অপরাধী তার শাস্তি পেতেই হবে।বিজিবি জড়িত থাকলে তাদেরকেও আইনের আওতায় আনা দরকার।
উত্তর দিনমুছুন