
বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি ও বিরোধী দলীয় হুইপ আলহাজ্ব সেলিম উদ্দিন এমপি গত ১ নভেম্বর রোববার যুক্তরাজ্যে সংবর্ধিত হয়েছেন। যুক্তরাজ্য জাতীয় পার্টি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত এ সংর্বধনা অনুষ্ঠানে জাপার বিপুল সংখ্যক নেতাকর্মী তাদেরকে স্বাগত জানান এবং ফুলেল শুভেচ্ছায় অভিষিক্ত করেন। লন্ডন মহানগর জাতীয় পার্টির সভাপতি শামসুল হকের সভাপতিত্বে ও যুক্তরাজ্য জাতীয় পাটির সহ সভাপতি এডভোকেট এবাদ হোসেইনের পরিচালনায় উক্ত সংর্বধনার জবাবে বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ বলেন, দেশের স্বার্থে বিরোধিতা নয়, ঐক্যের প্রয়োজন। বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি এবং এর সামগ্রিক স্বার্থে রাজনৈতিক দলগুলোর ঐক্যের প্রয়োজন। সংসদে বিরোধীদল মানেই বিরোধীতা করা নয়, সরকার যেগুলো ভালো করছে সেগুলোকে আমরা সাপোর্ট করছি, আর যেখানে বিরোধীতা করা দরকার সেখানে জাতীয় পার্টি ঠিকই বিরোধী দলের ভূমিকা পালন করছে। গণতান্ত্রিক ভাবে সংসদের বিরোধীদল হিসেবে জাতীয় পার্টি বিরোধিতা করছে। রওশন এরশাদ আরোও বলেন, এই ইউরোপে ২০০ বছরের যুদ্ধের ইতিহাস রয়েছে। ২০০ বছর একে অন্যের মধ্যে হানাহানি বিবাদ ছিলো। আজকে উন্নয়নের স্বার্থে সকল বিবাদ ভুলে গিয়ে তারা এক কাজ করছে। ইউরোপীয় ইউনিয়ন পর্যন্ত করেছে। বেগম রওশন এরশাদ প্রশ্ন রেখে বলেন তাহলে বাংলাদেশের উন্নয়নের জন্য আমরা কেনো এক হতো পারি না ? বেগম রওশন এরশাদ আরোও বলেন, কোন কারণ ছাড়াই সরকারের বিরোধিতা করলে দেশের উন্নয়ন বাধাগ্রস্থ হবে। বাংলাদেশে গত ২০ বছরের ইতিহাসে বিরোধী দলে থেকেও সংসদে গিয়ে একমাত্র জাতীয় পার্টি দুই দুইটি বাজেট পাশ করেছে। অতীতে যারা ছিলো তারা অনেকেই ষড়যন্ত্রে ছিলো, দেশের উন্নয়নে বিরোধী দল হিসেবে তাদের কোন ভূমিকা ছিলো না। রওশন এরশাদ বলেন, ফলমূলে ফরমালিন, ভেজাল নিয়ে জাতীয় পাটি জাতীয় সংসদে কথা বলায় সরকার আইন করেছে এবং এর ফলে গত সিজনে বাংলাদেশের মানুষ নিদ্বির্ধায় ফলমুল খেতে পেরেছে। বিরোধীদল এবং সরকারী দল এক হয়ে কাজ করেছে বলেই এটা সম্ভব হয়েছে। রওশন এরশাদ সাম্প্রতিক সময়ে বাংলাদেশে দুই বিদেশী নাগরিক হত্যায় রেড এলার্ট জারি নিয়ে প্রশ্ন তুলে বলেন, আমেরিকা, অস্ট্রেলিয়া সহ বিশ্বের নানা দেশে প্রতিদিনই দিনে-দুপুরে গুলি করে মানুষ হত্যা করছে, আমাদের বাংলাদেশের মানুষও নিহত হয়েছেন অনেক দেশে। পৃথিবীর নানা দেশে বড় বড় ঘটনা ঘটছে, সেখানে তো কেউ রেড এলার্ট জারি করে না। তাহলে বাংলাদেশে হঠাৎ করে কেনো এই দুই ঘটনায় রেড এলার্ট ? বেগম রওশন এরশাদ তার বক্তৃতায় আরোও বলেন, বাংলাদেশের মানুষ শান্ত এবং সভ্য । তিনি উদাহরণ দিয়ে বলেন, কয়েক বছর আগে আমেরিকায় এক ঘন্টা বিদ্যুৎ ছিলো না। হঠাৎ করে বিদ্যুৎ চলে যাওয়ায় সেখানে রাতের আঁধারে লুটপাট, ব্যাংক ডাকাতি হয়েছে। কিন্তু বাংলাদেশে প্রতিদিনই এক দুইবার লোডশেডিংয়ের পরও এরকম কোন ঘটনা ঘটছে না। সুতরাং বাংলাদেশের মানুষ সভ্য। একই সভায় বাংলাদেশ জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব ও যুক্তরাজ্য জাতীয় পাটির কো-অডিনেটর বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ ও জকিগঞ্জ-কানাইঘাট আসনের সংসদ সদস্য আলহাজ্ব সেলিম উদ্দিনকে সংর্বধনা প্রদান করা হয়। তিনি সংবর্ধনার জবাবে বলেন, জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করে আগামী দিনে ক্ষমতায় আসতে চায়। বাংলাদেশের সাধারণ জনগেনের সমর্থণ রয়েছে জাতীয় পাটির প্রতি। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ব্যারিস্টার শামীম পাটওয়ারি, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলর ডেপুটি স্পীকার রাজীব আহমদ, জাতীয় পার্টির নেতা সাজ্জাদুর রহমান পাভেল, উপদেষ্টা আনোয়ার হুসেন ও জাতীয় ছাত্র সমাজের সভাপতি খন্দকার ফিরোজ আহমদ প্রমূখ।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !