
জকিগঞ্জ উপজেলার থানাবাজার লতিফিয়া ফুরক্বানিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মরহুম আলহাজ্ব হযরত মাওলানা ক্বারী আব্দুল লতিফ খাদিমানী (রহ.) এর ১৯তম ঈসালে সওয়াব মাহফিল আগামী ১৩ অক্টোবর মঙ্গলবার থানাবাজার মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। থানাবাজার ঈসালে সাওয়াব বাস্তবায়ন কমিটি আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আন্জুমানে আল-ইসলাহ’র কেন্দ্রীয় সভাপতি মাওলানা হুছামুদ্দিন চৌধুরী ছাহেব জাদায়ে ফুলতলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জকিগঞ্জ জামে মসজিদের খতিব মাওলানা মোশাহিদ আহমদ কামালী, কালিগঞ্জ বাজার জামে মসজিদের খতিব মাওলানা আজিজুর রহমান ও কসকনকপুর গাজির মোকাম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুস সালাম প্রমূখ। এতে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিত থাকার জন্য থানাবাজার লতিফিয়া ফুরক্বানিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শিহাব উদ্দিন অনুরোধ জানিয়েছেন।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !