স্টাফ রিপোর্টার
বিয়ানীবাজার উপজেলা কৃষি উপ-সহকারি ও জকিগঞ্জ উপজেলার বিরশ্রী ইউনিয়নের সুপ্রাকান্দি গ্রামের বাসিন্দা আজাদ আহমদ (২৯) অকালেই চলে গেলেন। তিনি গতকাল ১৪ অক্টোবর বুধবার রাত ৯টার দিকে নিজ বাড়িতে হার্ট এ্যাটাকে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)। আজ ১৫ অক্টোবর বেলা ২টার সময় সুপ্রাকান্দি জামে মসজিদ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় গতকাল নিজ কর্মস্থল বিয়ানীবাজার থেকে অফিসের কাজ শেষ সন্ধায় বাড়ি ফেরেন আজাদ। নিজ রুমে বিশ্রামে থাকাবস্থায় হঠাৎ চিৎকার করে উঠেন আজাদ। তাঁর চিৎকার শুনে পরিবারের সদস্যরা তাঁর রুমে গিয়ে সেবা দেয়ার পূর্বেই মারা যান। এ বছরে-ই আজদকে বিয়ে দেয়ার কথা ছিল। তাঁর আকষ্মিক এ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !