স্টাফ রিপোর্টার
জকিগঞ্জে বন্ধুদের সাথে কুশিয়ারা নদীত গোসল করতে গিয়ে নাহিদ আহমদ (১৯) নামের এক কিশোর গতকাল ২৫ অক্টোবর রোববার বিকালে নিখোঁজ হয়েছে। সে উপজেলার সুলতানপুর ইউনিয়নের ইছাপুর গ্রামের আবুল কালাম (হাছন মিয়া)’র ছেলে। নিখোঁজ নাহিদ-কে উদ্ধারে রোববার সন্ধার পর থেকে কুশিয়ারা নদিতে তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ইছাপুর এলাকার তরুণ সমাজসেবী ও শিক্ষানুরাগী খালেদ কাজিম জানান, রবিবার দুপুর সাড়ে ১২ টার দিকে নাহিদ তার ২ বন্ধুকে সাথে নিয়ে ইছাপুর হযরত শাহ সঞ্জর (র) মাজারের কাছে কুশিয়ারা নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে ২ বন্ধু মিলে নদীতে মাছ ধরার ‘ডু’ তুলতে যায়। এ সময় সে পানি থেকে উঠতে পারছিলনা বলে সাথের বন্ধুকে সাহায্য করতে বলে। তবে বন্ধুসহ আশপাশের লোক কাছে যাওয়ার আগেই পানিতে ডুবে যায় নাহিদ। এলাকাবাসী ও স্থানীয় জেলেরা অনেক খোজাখুজির পর না পয়ে পুলিশকে খবর দেয়া হয়। ভারত ও বাংলাদেশের যৌথ নদী হওয়ায় বিএসএফের অনুমতি নিয়ে সিলেট থেকে আগত ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধা ৭টার দিকে নাহিদকে উদ্ধার কাজ শুরু করেছে। তাদের সঙ্গে এলাকার লোকজনও নদীতে নেমে নাহিদের লাশের সন্ধান করছে। রাত ২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নাহিদকে খোঁজে পায়নি ডুবুরি দল। প্রত্যক্ষদর্শীরা জানান, নদীতে যুবক নিখোঁজের ঘটনা ছড়িয়ে পড়ার পর এলাকার হাজার হাজার মানুষ রাত জেগে লাশের অপেক্ষায় নদীর তীরে অপেক্ষা করছে।
জকিগঞ্জে বন্ধুদের সাথে কুশিয়ারা নদীত গোসল করতে গিয়ে নাহিদ আহমদ (১৯) নামের এক কিশোর গতকাল ২৫ অক্টোবর রোববার বিকালে নিখোঁজ হয়েছে। সে উপজেলার সুলতানপুর ইউনিয়নের ইছাপুর গ্রামের আবুল কালাম (হাছন মিয়া)’র ছেলে। নিখোঁজ নাহিদ-কে উদ্ধারে রোববার সন্ধার পর থেকে কুশিয়ারা নদিতে তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ইছাপুর এলাকার তরুণ সমাজসেবী ও শিক্ষানুরাগী খালেদ কাজিম জানান, রবিবার দুপুর সাড়ে ১২ টার দিকে নাহিদ তার ২ বন্ধুকে সাথে নিয়ে ইছাপুর হযরত শাহ সঞ্জর (র) মাজারের কাছে কুশিয়ারা নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে ২ বন্ধু মিলে নদীতে মাছ ধরার ‘ডু’ তুলতে যায়। এ সময় সে পানি থেকে উঠতে পারছিলনা বলে সাথের বন্ধুকে সাহায্য করতে বলে। তবে বন্ধুসহ আশপাশের লোক কাছে যাওয়ার আগেই পানিতে ডুবে যায় নাহিদ। এলাকাবাসী ও স্থানীয় জেলেরা অনেক খোজাখুজির পর না পয়ে পুলিশকে খবর দেয়া হয়। ভারত ও বাংলাদেশের যৌথ নদী হওয়ায় বিএসএফের অনুমতি নিয়ে সিলেট থেকে আগত ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধা ৭টার দিকে নাহিদকে উদ্ধার কাজ শুরু করেছে। তাদের সঙ্গে এলাকার লোকজনও নদীতে নেমে নাহিদের লাশের সন্ধান করছে। রাত ২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নাহিদকে খোঁজে পায়নি ডুবুরি দল। প্রত্যক্ষদর্শীরা জানান, নদীতে যুবক নিখোঁজের ঘটনা ছড়িয়ে পড়ার পর এলাকার হাজার হাজার মানুষ রাত জেগে লাশের অপেক্ষায় নদীর তীরে অপেক্ষা করছে।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !