স্টাফ রিপোর্টার
জকিগঞ্জের বারহাল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে গত ২৭ সেপ্টেম্বর রোববার বিকালে আয়োজিত একটি ঈদপূর্ণমিলণী অনুষ্ঠান নিয়ে অনলাইন পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে খেদমতে ইসলাম সমাজ কল্যাণ পরিষদ। পরিষদের সভাপতি মাওলানা আইনুল ইসলাম ও সাধারন সম্পাদক জসিম উদ্দিন স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে তারা উল্লেখ করেন পরিষদের ঈদপূর্ণমিলণী অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর কোন নেতাকর্মী উপস্থিত ছিলেন না। এছাড়া অনুষ্ঠানে জামায়াতে ইসলামী অথবা বিশেষ কোন রাজনৈতিক দলের সম্পৃক্ততা ও প্রভাব ছিল না। সম্পূর্ণ অরাজনৈতিক ও সামাজিক এ সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে নিয়ে কোন বক্তা বা দায়িত্বশীল কোন ধরণের কটুক্তি করেননি। মূল অনুষ্ঠান শুরু হয় আছরের নামাজের পর। অনুষ্ঠান শুরু পূর্বে অনাকাঙ্খিতভাবে হঠাৎ অনুষ্ঠানের সাথে সামঞ্জস্যহীন একটি গজল শুরু করলে তাৎক্ষণিকভাবে তা বন্ধ করেন উদ্যোক্তারা এবং সাথে সাথেই আছরের নামাজের বিরতি ঘোষণা করা হয়। নামাজের পর অনুষ্ঠানের শুরুতে পরিষদের সভাপতি এ অনাকাক্সিক্ষত ঘটনার জন্য নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেন। এ বিষয়টি ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য উক্ত অনুষ্ঠানকে রাজনৈতিক রং দেওয়ার অপচেষ্টা করছেন কেউ কেউ। অনুষ্ঠান আয়োজকদের সাথে কোন কথা না বলে বা কোন বক্তব্য না নিয়ে কয়েকটি অনলাইন পত্রিকা এ বিষয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভ্রান্তিমূলক সংবাদ পরিবেশন করেছে। আমরা উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !