স্টাফ রিপোর্টার
জাতীয় পার্টি বৃহত্তর কালিগঞ্জ শাখার উদ্যোগে গত ১ অক্টোবর বৃহস্পতিবার বিকালে কালিগঞ্জ বাজার পাঁচতারা মার্কেটে এক ঈদ পূনর্মিলণী ও আলোচনা সভা অনষ্ঠিত হয়। জাতীয় পার্টি নেতা আব্দুল মালিক মলিক মিয়ার সভাপতিত্বে ও উপজেলা জাপার প্রচার সম্পাদক মুহিবুর রহমান (মুহির) পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জাপার কালিগঞ্জ আঞ্চলিক শাখার সহসভাপতি মোস্তফা কামাল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জকিগঞ্জ-কানাইঘাট উন্নয়ন বাস্তবায়ন পরিষদের সভাপতি ও সিলেট জেলা জাতীয় পার্টি নেতা আলহাজ্ব এম এ মতিন চৌধুরী। বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল (জালাল), উপজেলা যুব সংহতির সদস্য সচিব তাজুল ইসলাম, পৌর যুব সংহতির যুগ্ম আহবায়ক আজমল আলী, বারঠাকুরী ইউনিয়ন জাতীয় পার্টি নেতা আব্দুর রশিদ চৌধুরী, আব্দুল কাদির ও জাতীয় ছাত্র সমাজ ইছামতি ডিগ্রী কলেজ শাখার আহবায়ক সাদিকুর রহমান। উপস্থিত ছিলেন আব্দুস সালাম, আনোয়ার মিয়া, বুরহান মেম্বার, আব্দুল খালিক (কুটু মিয়া) ও সিরাজুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম এ মতিন চৌধুরী বলেন, জকিগঞ্জ-কানাইঘাটের সমস্ত উন্নয়ন সংগ্রামে পাশে ছিলাম এবং পাশে থাকবো। তিনি জকিগঞ্জ-কানাইঘাটে গ্যাস সরবরাহ ও সিলেট-জকিগঞ্জ সড়ক সংস্কারে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহবান জানিয়ে বলেন, অন্যতায় দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !