স্টাফ রিপোর্টার
জকিগঞ্জের বিরশ্রী ইউনিয়নের মুমিনপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ছালেক আহমদ ও ফয়জুল হক কুটলাই হত্যার প্রতিবাদে ও আসামীদের দাবীতে গতকাল ২ অক্টোবর শুক্রবার স্থানীয় রঘুরাশী বাজারে এক সভা অনুষ্ঠিত হয়। এলাকার প্রবীণ মুরব্বি ও সমাজসেবী আব্দুর রউফের সভাপতিত্বে ও এনাম শিকদারের পরিচালানায় এতে বক্তব্য রাখেন ইউপি সদস্য ইউনুছ আলী, সমাজসেবী আব্দুর রউফ তুতা, জাম আহমদ, বটলা মিয়া, আব্দুল কুদ্দুছ, অমিত সরকার, আসাব আলী, হেলাল আহমদ, জালাল উদ্দিন, মাওলানা খলিলুর রহমান, রুবেল আহমদ ও শামিম আহমদ প্রমূখ। সভায় বক্তারা বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে খুনিরা ছালেক আহমদ ও ফয়জুল হক কুটলাইকে হত্যা করলেও আসামীদের ধরতে এখনও পুলিশ ব্যার্থ। এজাহারভূক্ত ২৩জন আসামীর মধ্যে পুলিশ এজাহারভুক্ত ১জন ও সন্দেহভাজন ৩জন ছাড়া আর কাউকে গ্রেফতার করতে পারেনি। বক্তারা নির্মম হত্যাকান্ডে জড়িত খুনিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে পুলিশ প্রশাসনসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। তবে এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা জকিগঞ্জ থানার এসআই রাজিব মন্ডল বলেন, আসামী গ্রেফতারে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে। তাদের গ্রেফতারে সোর্স নিয়োগ করা হয়েছে।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !