স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ উপজেলার শাহবাগ জামেয়া মাদানিয়া কাসিমুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় পবিত্র ঈদুল আজার দিনে গরিবদের মাঝে ৭৪টি গরু কোরবানি করে মাংস বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ ও কানাইঘাট-জকিগঞ্জ আসনের মাননীয় সাংসদ আলহাজ্ব সেলিম উদ্দিন এমপি। জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে, আল খায়ের ফাউন্ডেশন ও মোহাম্মদ বেলাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের অর্থায়নে এ বৃহৎ কোরবানির আয়োজন করা হয়। শাহবাগ জামেয়া মাদানিয়া কাসিমুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় প্রিন্সিপাল ক্বারী মাওলানা আব্দুল হাফিজের সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি হুইপ সেলিম উদ্দিন এমপি বলেন, একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনে আয়োজক প্রতিষ্ঠানগুলো ও বিতরণ তত্বাবধায়কগণ এ বৃহৎ কোরবানি প্রদান ও বিতরণের আয়োজন করেছেন আমি তাদের ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সাথে যুক্তরাজ্য প্রবাসীদের ধন্যবাদ জ্ঞাপন করছি যারা এ আয়োজনে আর্থিকভাবে অংশগ্রহণ করেছেন। এছাড়া কোরবানির আয়োজনকে সফল করতে এলাকার যেসব যুবকরা স্বেচ্ছাশ্রম দিয়েছেন তাদেরও বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রধান অতিথি আরও বলেন, সকলের সহযোগিতায় আমার নির্বাচনী এলাকা কানাইঘাট-জকিগঞ্জের মানুষ সুষ্ঠুভাবে ঈদ উদযাপন করছেন। সেইজন্য আল্লাহতায়ালার শুকরিয়া করছি। এলাকাবাসীর সহযোগিতায় ভবিষ্যতেও আমরা এভাবেই প্রতিটি পদক্ষেপে সফল হতে চাই। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সভাপতি কামাল মোহাম্মদ চৌধুরী রহমান, কাউন্সিলর শেরওয়ান হোসেন চৌধুরী ও ব্যবসায়ী আতাউর রহমান শেলু। কোরবানির মাংস বিতরণের আগে বিরোধীদলীয় হুইপ সেলিম উদ্দিন জকিগঞ্জের শাহবাগ জামেয়া মাদানিয়া মসজিদে জুম্মার নামাজ আদায় করেন। এর আগে শুক্রবার সকালে কানাইঘাট উপজেলা ঈদগাহ মাঠে ঈদের জামায়াত আদায় করেন। ঈদের সারাদিন কানাইঘাট-জকিগঞ্জ আসনের বিভিন্ন এলাকা ঘুরেঘুরে জনগণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় ও তাদের খোঁজখবর নেন সেলিম উদ্দিন এমপি।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !