স্টাফ রিপোর্টার
সিলেটের সীমান্ত উপজেলা জকিগঞ্জের কুশিয়ারা নদীর কাস্টমঘাটে গত ২২ অক্টোবর বিকালে সম্প্রীতির মিলনমেলা বসেছিল। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব ধর্মের হাজারো মানুষের এ এক অনন্য মিলন মেলা। সনাতন ধর্মের পুণ্যার্থী ছাড়াও এ মিলনমেলায় ছিলেন মুসলিম ধর্মের শত শত দর্শক। কুশিয়ারার তীরে হাজারো মানুষের সম্প্রীতি সমাবেশে বাঁধভাঙা আনন্দ-উল্লাসে মেতেছিলেন সবাই। পড়ন্ত বিকেলে কুশিয়ারার পানিতে বিজয়ের অশ্রু রেখে দেবী দুর্গাকে বিদায় জানালেন হিন্দু সম্প্রদায়ের পুণ্যার্থী মানুষ। সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী, মহালয়ার দিন কন্যারূপে ধরায় আসেন দুর্গা। বিসর্জনের মধ্য দিয়ে তাকে এক বছরের জন্য বিদায় জানানো হয়। এবার দেবী যে বার্তাই বয়ে আনুন না কেন, প্রতিবারের মতোই জকিগঞ্জের কাস্টমঘাটে উন্মুক্ত মঞ্চে বসে সম্প্রীতি সমাবেশ। এরপর দেবী দুর্গার বিসর্জন দেওয়া হয়েছে। জকিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার পূজা মন্ডপ থেকে বিকেল ৪টার পর থেকে ট্রাকে ঢাকঢোল পিটিয়ে ও বাধ্যযন্ত্র বাজিয়ে প্রতিমাগুলো আসতে থাকে কুশিয়ারার তীরে। এসব প্রতিমা বহনকারী ট্রাকের সঙ্গে ছিলেন শত শত ভক্ত। কুশিয়ারা তীরের খোলা মঞ্চে জকিগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলমনি রায়ের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সঞ্জয় চন্দ্র নাথ এবং সাংবাদিক অপূর্ব পালের যৌথ পরিচালনায় এক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের এডিশনাল ডিআইজি ড. আক্কাস আলী, জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আহমদ, জকিগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক ফারুক, সিলেট জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ইশতিয়াক আহমদ চৌধুরী, জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী ও সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দার। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান
সিলেটের সীমান্ত উপজেলা জকিগঞ্জের কুশিয়ারা নদীর কাস্টমঘাটে গত ২২ অক্টোবর বিকালে সম্প্রীতির মিলনমেলা বসেছিল। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব ধর্মের হাজারো মানুষের এ এক অনন্য মিলন মেলা। সনাতন ধর্মের পুণ্যার্থী ছাড়াও এ মিলনমেলায় ছিলেন মুসলিম ধর্মের শত শত দর্শক। কুশিয়ারার তীরে হাজারো মানুষের সম্প্রীতি সমাবেশে বাঁধভাঙা আনন্দ-উল্লাসে মেতেছিলেন সবাই। পড়ন্ত বিকেলে কুশিয়ারার পানিতে বিজয়ের অশ্রু রেখে দেবী দুর্গাকে বিদায় জানালেন হিন্দু সম্প্রদায়ের পুণ্যার্থী মানুষ। সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী, মহালয়ার দিন কন্যারূপে ধরায় আসেন দুর্গা। বিসর্জনের মধ্য দিয়ে তাকে এক বছরের জন্য বিদায় জানানো হয়। এবার দেবী যে বার্তাই বয়ে আনুন না কেন, প্রতিবারের মতোই জকিগঞ্জের কাস্টমঘাটে উন্মুক্ত মঞ্চে বসে সম্প্রীতি সমাবেশ। এরপর দেবী দুর্গার বিসর্জন দেওয়া হয়েছে। জকিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার পূজা মন্ডপ থেকে বিকেল ৪টার পর থেকে ট্রাকে ঢাকঢোল পিটিয়ে ও বাধ্যযন্ত্র বাজিয়ে প্রতিমাগুলো আসতে থাকে কুশিয়ারার তীরে। এসব প্রতিমা বহনকারী ট্রাকের সঙ্গে ছিলেন শত শত ভক্ত। কুশিয়ারা তীরের খোলা মঞ্চে জকিগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলমনি রায়ের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সঞ্জয় চন্দ্র নাথ এবং সাংবাদিক অপূর্ব পালের যৌথ পরিচালনায় এক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের এডিশনাল ডিআইজি ড. আক্কাস আলী, জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আহমদ, জকিগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক ফারুক, সিলেট জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ইশতিয়াক আহমদ চৌধুরী, জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী ও সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দার। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান
নারীনেত্রী সাজনা সুলতানা হক চৌধুরী, কাজলসার ইউনিয়ন চেয়ারম্যান এম.এ.রশীদ বাহাদুর, সুলতানপুর ইউনিয়ন চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী একল, জকিগঞ্জ থানার ওসি সফিকুর রহমান খাঁন, জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক এম.এ.জি.বাবর, নাসিম আহমদ, জকিগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি প্রধান শিক্ষক জ্যোতিষ চন্দ্র পাল, জকিগঞ্জ উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি ডা. বিভাকর দেশমুখ্য, সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদের প্রধান সম্পাদক রহমত আলী হেলালী, জকিগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি হাজী শামসুদ্দিন, জকিগঞ্জ মেম্বার এসোসিয়েশনের সভাপতি মোঃ ইউনুছ আলী মেম্বার, সিলেট মহানগর যুবলীগ নেতা আতিকুর রহমান মনি, জকিগঞ্জ পৌর যুবলীগ সভাপতি আব্দুস সালাম, উপজেলা সেচ্ছাসেবকলীগের সদস্য সচিব আব্দুল গফুর, জকিগঞ্জ পৌর যুবলীগের যুগ্ম সম্পাদক আজমল হোসেন, উপজেলা আওয়ামীলীগ নেতা তুতিউর রহমান, শেখ আব্দুল করিম, উপজেলা ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম শিমুল, মোস্তাফিজুর রহমান ও বাবর হোসাইন চৌধুরী প্রমূখ। এদিকে প্রতীমা বিসর্জন উপলক্ষে জকিগঞ্জ কাস্টম ঘাটে আলোকসজ্জা এবং কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়। পুরো এলাকা জুড়ে নজীর বিহীন নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলে আইন-শৃংখলা বাহিনী। বিজিবি, ডিবি পুলিশ, থানা পুলিশ, আনসার-ভিডিপি ও ফায়ার সার্ভিসের সদস্যরা সার্বক্ষণিক কড়া নিরাপত্তার দায়িত্বে ছিল।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !