স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ সরকারি কলেজে একাদশ শ্রেণীর নবীণ বরণ অনুষ্ঠান গতকাল ১২ অক্টোবর সোমবার সকালে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক মল্লিকা দেবের সভাপতিত্বে ও শিক্ষার্থী স্বর্ণা রাণী রায়ের উপস্থাপনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেণীর ছাত্রী বাবলী আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর লিয়াকত হোসেন খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের ইংরেজী বিষয়ের প্রভাষক নীল মনি চন্দ্র দেব, বাংলা বিষয়ের প্রভাষক সাইফুল ইসলাম, গণিত বিষয়ের প্রভাষক আনোয়ার হোসেন, রসায়ন বিষয়ের প্রভাষক মোসলেহ উদ্দিন খান, রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রভাষক আকসানুল হক ও পদার্থ বিজ্ঞান বিষয়ের প্রভাষক রঞ্জিত শর্মা। অনুষ্ঠানের সূচনালগ্নে পবিত্র ক্বোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী আব্বাসুর রহমান খাঁন। বক্তব্য রাখেন সিজান আহমদ, মামুন আহমদ, আকমাম আহমদ, সাকিব, মাসুদ, সাজু ও জাহেদ প্রমূখ। চলতি শিক্ষা বর্ষে জকিগঞ্জ সরকারি কলেজে ২৪২ জন শিক্ষার্থী একাদশ শ্রেণীতে ভর্তি হয়।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !