স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের কামালপুর গ্রামের প্রতিটি পাড়া/মহল্লার মানুষের মতামতের ভিত্তিতে এলাকার উন্নয়নের স্বার্থে গঠিত ”কামালপুর গ্রাম উন্নয়ন কমিটি”র নতুন দায়িত্বশীল নির্বাচন করা হয়েছে। এ উপলক্ষ্যে গত ১৬ অক্টোবর শুক্রবার রাত আট ঘটিকার সময় কামালপুর গ্রামের বিশিষ্ট মুরব্বি নুরুল ইসলাম লালই মিয়ার বাড়িতে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় এলাকাবাসীর কর্তৃক নির্বাচিত ১১ সদস্যের মধ্য থেকে পাঁচ জন দায়িত্বশীল নির্বাচন করা হয়। পাঁচ বছর মেয়াদী এ কমিটির নব নির্বাচিত দায়িত্বশীলরা হলেন সভাপতি মোঃ জয়নাল হক, সহ সভাপতি মোঃ মাহবুবুর রহমান বাবুল, সেক্রেটারী মোঃ আতিকুর রহমান, সহ সেক্রেটারী সাংবাদিক রহমত আলী হেলালী ও কোষাধ্যক্ষ নুরুল ইসলাম লালই মিয়া। এছাড়া এলাকাবাসী কর্তৃক বাছাইকৃত ১১ জন ব্যক্তির মধ্যে বাকি ৬জন সদস্য যথাক্রমে হাজী তুতিউর রহমান, এনাম উদ্দিন আহমদ, খলিলুর রহমান, নেজাম উদ্দিন, হেলাল আহমদ ও জামাল আহমদকে কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত করা হয়। উপদেষ্টা কমিটির সদস্যদের উপস্থিতিতে সকলের মতামতের ভিত্তিতে এ সকল দায়িত্বশীল নির্বাচন করা হয়। আগামী ২৩ অক্টোবর শুক্রবার সন্ধা ৭টার সময় একই স্থানে পরবর্তী সভায় নতুন কমিটি পুরানো কমিটির নিকট থেকে দায়িত্ব গ্রহণ করার কথা রয়েছে। এ প্রসঙ্গে কমিটির কোষাধ্যক্ষ নুরুল ইসলাম লালই মিয়া বলেন, প্রায় পাঁচ বছর পূর্বে যোগাযোগ ক্ষেত্রে পিছিয়ে পড়া কামালপুর গ্রামের পাঁচটি মহল্লা থেকে নির্বাচিত পাঁচ জন সদস্যকে নিয়ে কামালপুর গ্রাম উন্নয়ন কমিটি যাত্রা শুরু করে। পরবর্তীতে এ কমিটির মাধ্যমে এলাকার খাল-বিল বিক্রি করে রাস্তাঘাটে মাটি ভরাট ও ইটসলিং করানো হয়েছে। সে কমিটিতে শুধুমাত্র আমাকে কোষাধ্যক্ষ করে বাকি ৪ জনকে সদস্য করে পাঁচ বছর মেয়াদ পূরণ করা হয়। তবে এবার নতুন আঙ্গিকে এ কমিটি ১১ সদস্যের মধ্যে ৫ জনকে দায়িত্বশীল নির্বাচন করে কার্যক্রম শুরু করেছে।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !