স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ পৌর এলাকার গন্ধদত্ত গ্রামের অমৃত রায়ের ছেলে জকিগঞ্জ বাজারের মনপুরা এন্টারপ্রাইজের পরিচালক অশিত রায়ের বাড়িতে ডাকাতি ঘটনা ঘটেছে। জানা যায়, গত ১৩ অক্টোবর মঙ্গলবার দিবা রাত ৩টার দিকে ৬/৭জনের ডাকাত দল দরজা ভেঙ্গে ঘরে ঢুকে অশিতকে বেঁধে নগদ টাকা সহ মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় তারা। অশিত রায় জানান, রাত ৩টার দিকে ঘরে প্রবেশ করে ডাকাত দল। তারা আমাকে বেঁধে ঘর থেকে নগদ ৪০হাজার এবং একটি মোবাইল ফোন নিয়ে যায়। তাঁদের কাউকে চিনতে পারিনি। কথা-বার্তা আঞ্চলিকতায় ছিল না। ধারনা হচ্ছে ডাকাতরা বাহিরের এলাকা থেকে এসেছে। খবর পেয়ে টহল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জকিগঞ্জ পৌর এলাকার গন্ধদত্ত গ্রামের অমৃত রায়ের ছেলে জকিগঞ্জ বাজারের মনপুরা এন্টারপ্রাইজের পরিচালক অশিত রায়ের বাড়িতে ডাকাতি ঘটনা ঘটেছে। জানা যায়, গত ১৩ অক্টোবর মঙ্গলবার দিবা রাত ৩টার দিকে ৬/৭জনের ডাকাত দল দরজা ভেঙ্গে ঘরে ঢুকে অশিতকে বেঁধে নগদ টাকা সহ মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় তারা। অশিত রায় জানান, রাত ৩টার দিকে ঘরে প্রবেশ করে ডাকাত দল। তারা আমাকে বেঁধে ঘর থেকে নগদ ৪০হাজার এবং একটি মোবাইল ফোন নিয়ে যায়। তাঁদের কাউকে চিনতে পারিনি। কথা-বার্তা আঞ্চলিকতায় ছিল না। ধারনা হচ্ছে ডাকাতরা বাহিরের এলাকা থেকে এসেছে। খবর পেয়ে টহল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !