স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের ইছাপুর গ্রামের আবুল কালাম (হাছন মিয়া)’র ছেলে নাহিদ আহমদ (১৯) পার্শ্ববর্তী কুশিয়ারা নদীতে ডু (হগরা) তুলতে গিয়ে নিখোঁজ হওয়ার একদিন পরও তল্লাশী চালিয়ে খোঁজে পায়নি ডুবুরি দল। সরজমিনে গিয়ে জানা যায়, গত ২৫ অক্টোবর রোববার বিকাল তিনটায় কুশিয়ারা নদীতে নাহিদ নিখোঁজ হওয়ার পর রাত ৭টার দিকে জকিগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্দুল হান্নানের নেতৃত্বে একটি দল ও সিলেট ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্ট্রেশন অফিসার জাবেদ হোসেন তারেকের নেতৃত্বে স্বর্ণ পদকপ্রাপ্ত ডুবুরি লুৎফুরসহ আরেকটি দল উদ্ধার কাজে নামে। ওই দিন রাতে দু’দফা ও গতকাল ২৬ অক্টোবর সোমবার সকাল থেকে সন্ধা পর্যন্ত তারা নাহিদের সন্ধানে নদীতে খোঁজতে থাকে। প্রায় ২৪ ঘন্টা সময় পানিতে অবস্থান করার পর অবশেষে সন্ধা সাড়ে ৫ টায় সিনিয়র অফিসার জাবেদ হোসেন তারেক উদ্ধার অভিযান বন্ধ ঘোষণা করেন। তিনি বলেন, নদীতে প্রচুর ¯্রােত রয়েছে। সম্ভাব্য সকল স্থান ডুবুরিকে দিয়ে খোঁজা হয়েছে। ঘটনার আশ-পাশে লাশের কোন সন্ধান নেই। ধারণা করা হচ্ছে স্রোতের কারনে লাশ ভাটির দিকে চলে যেতে পারে।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !