জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের শিবেরচক গ্রামের মসজিদের টাকা আত্মসাতের তদন্তকালে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হওয়ার খবর পাওয়া গেছে। জানা যায়, গতকাল ২৮ অক্টোবর বুধবার বিকেল ৩টার দিকে অভিযোগের তদন্তকারি কর্মকর্তার জকিগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুরুজ্জামানের উপস্থিতিতে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০জন আহত হয়েছেন। আহতরা হলেন খালিক আহমদ (৫৫), লতই দরবেশ (৬৫), মালিক আহমদ (৬৫), ছালিক আহমদ (৪৫), রেজাক আলী (৬৫), সিরাজ উদ্দিন মিস্ত্রি (৫০) ও আব্দুল করিম (৬০) প্রমূখ। খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানান, মূলত মসজিদ কমিটি নিয়ে দীর্ঘদিন থেকে দু’পক্ষের বিরোধ চলে আসছিল। সেই বিরোধের অংশ হিসেবে সিলেটের জেলা প্রশাসক বরাবর মসজিদ কমিটির উপর টাকা আত্মসাতের অভিযোগ করেন মহল্লার ৬০ ব্যক্তি। বিষয়টি তদন্ত করতে যান তদন্তকারি কর্মকর্তা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুরুজ্জামান ও পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল মুহাইমিন চৌধুরী। তাদের তদন্ত চলাকালে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ইটপাটকেল নিক্ষেপ, লাঠি-সোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন উভয় পক্ষ। এ ব্যাপারে উপজেলা যুব উন্নয়ন অফিসার নুরুজ্জামান জকিগঞ্জ সংবাদকে জানান, আমি বিষয়টি তদন্তে গেলে উভয় পক্ষে জবানবন্দি গ্রহণের এক পর্যায়ে কিছু সংখ্যক ছেলে ইট-পাটকেল নিক্ষেপ করতে শুরু করে। এনিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !