স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ উপজেলার ৮নং কসকনকপুর ইউনিয়ন বিএনপির ঈদপূর্ণমিলণী উপলক্ষে গত ২৭ সেপ্টেম্বর রোববার বিকালে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল আহমদ লাল মিয়ার সভাপতিত্বে এবং সিনিয়র সহসভাপতি আব্দুল মতিন ও সাধারণ সম্পাদক আব্দুর রহমানের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও মানিকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হেলাল আহমদ চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবদী মুক্তিযোদ্ধা প্রজন্মদলের কেন্দ্রীয় সদস্য ও সিলেট জেলা আহবায়ক বিএনপি নেতা দিদার ইবনে তাহের লস্কর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুশ শহীদ মাসুক, সহসভাপতি ও সাবেক সাধারন সম্পাদক জাহাঙ্গীর শাহ চৌধুরী হেলাল, যুগ্ম সাধারন সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইসমাইল হোসেন সেলিম, সাংঠনিক সম্পাদক হাসান আহমদ মেম্বার, সহ সাংগঠনিক সম্পাদক সামছুল ইসলাম লেইছ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির উপদেষ্টা আব্দুর রউফ মেম্বার, ডা. আব্দুর রহমান, নাজিম উদ্দিন নাজু, মোঃ তারা মিয়া, তৈয়বুর রহমান, আব্দুল মুকিত, ফখরুল ইসলাম, জয়নাল আবেদিন, মিসবাউল হক, ওহিদুর রহমান ককাই, মোস্তফা কামাল মস্তই, আতাউর রহমান আতাই, মোজাক্কির হোসেন, আব্দুল আহাদ, খলিল আহমদ, রিয়াজ আহমদ, সামাদ আহমদ, জয়নাল আবেদিন, ছাত্রদল নেতা নাজিম উদ্দিন লস্কর, ইজ্জাদুর রহমান মুন্না, তারেকুল ইসলাম, আলী আহমদ, ইউনুস, তাজ উদ্দিন, মর্তুজা, শাহজাহান, তাহের, রায়হান, সুহেল, জুনেদ, মিলাদ, মিজান আহমদ ও জাকির আহমদ প্রমূখ। সভায় বক্তারা বলেন, এ দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রর্বতন করেছিলেন বিএনপির রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কিন্তু বর্তমান ভোটার বিহীন নির্বাচনের অবৈধ সরকার বিরোধীমতকে ধ্বংস করে একদলীয় বাকশাল কায়েম করতে চায়। তাই আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জননেতা তারেক রহমানের নেতৃত্বে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই অবৈধ সরকারের পতন ঘটাতে হবে। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আব্দুস শহিদ ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মুশফিকুর রহমান।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !