স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের চাঁনপুর গ্রামের উদীয়মান তরুণ খসরুজ্জামান অকালেই প্রাণ হারালেন। তিনি গত বছরের ৩০ নভেম্বর ঢাকা থেকে বাড়ি ফেরার পথে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় আহত হয়ে প্রায় বছর খানেক সময় মৃত্যুর সাথে লড়াই করে শেষ পর্যন্ত বেঁচে থাকতে পারলেন না। গত ১১ সেপ্টেম্বর রোববার সন্ধা ৬টায় ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ (পিজি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩০ বছর। গতকাল ১৩ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় চাঁনপুর জামে মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে দাফন করা হয়। তাঁর জানাজার নামাজের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পাড়া-প্রতিবেশীসহ এলাকার বিপূল সংখ্যক লোক উপস্থিত ছিলেন। কর্মচঞ্চল ও ক্রিড়া প্রেমী খসরুজ্জামানের এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !