স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ সীমান্ত দিয়ে ভারত থেকে লাশ হয়ে দেশে ফিরলেন কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার পূর্ব গ্রামের মনু মিয়ার ছেলে কিশোর মুজিবুর রহমান (১৫)। গতকাল ২৮ অক্টোবর বুধবার দুপুরের পর ভারত থেকে বিএসএফ ও আসাম পুলিশ মুজিবুর রহমানের লাশ জকিগঞ্জ কাস্টম ঘাটে নিয়ে আসেন। এ সময় বাংলাদেশের পক্ষে লাশ গ্রহণ করেন ৪১ বিজিবির সিও কর্ণেল শাহ আলম ও জকিগঞ্জ থানার ওসি শফিকুর রহমান খানসহ পুলিশ বিজিবির কর্মকর্তারা। ভারতের পক্ষে লাশ নিয়ে বাংলাদেশে আসেন ভারতের করিমগঞ্জ জেলার বর্ডার ডিএসপি রাম সান্ড সার্মা, মাইজদী বিএসএফ কোম্পানী কমান্ডার ভিনোদ কুমার, করিমগঞ্জ থানার ইনচার্জ এমএ আজিজ। জানা যায়, নিহত মুজিবুর রহমান প্রায় ১ বছর আগে ভিক্ষা করতে করতে ভারতে চলে যায়। সেখানে যাওয়ার পর পুলিশ তাকে সেইফ হোমে নিয়ে রাখে। প্রায় মাসখানিক পূর্বে অসুস্থ হয়ে সে মৃত্যু বরণ করে। পরে বিজিবি ও বিএসএফের সম্মনয়ে কর্ণেল শাহ আলম উদ্যোগ নিয়ে তার লাশ দেশে এনে বাবা মায়ের কাছে হস্তান্তর করেন। বাংলাদেশে এসে ভারতীয় পুলিশ কর্মকর্তা জানান, ভারতের শিলচর ও করিমগঞ্জের কারাগারে বাংলাদেশের প্রায় ৬৭ নাগরিক বন্দি রয়েছেন। তাদের ফিরিয়ে আনতে বাংলাদেশ উদ্যোগ নিচ্ছেনা। এ সময় ভারতীয় পুলিশ কর্মকর্তা এমএ আজিজ নিহত মুজিবুর রহমানের বাবার হাতে ভারতীয় ১২৩৫ রূপি সাহায্য হিসেবে দান করেন।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !