স্টাফ রিপোর্টার
জকিগঞ্জে গভীর রাতের নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় উপজেলার উত্তর বাখরশাল গ্রামের মোশাহীদ আলীর ছেলে ও আওয়ামীলীগ নেতা আব্দুল মালিক (মানিক মুহুরীর)’র একটি পা সম্পূর্ণ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। জানা যায়, গতকাল ৭ অক্টোবর বুধবার দিবাগত রাত অনুমানিক ২টার দিকে আব্দুল মালিকের কাঁচা ঘরের বেড়া পেছন দিকে ভেঙ্গে ভিতরে ঢুকে বিদ্যুতের লাইন বন্ধ করে তার স্ত্রীর হাত পা বেধে ফেলে। এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে সজোরে আঘাত করলে আব্দুল মালিকের বাম পা শরীর থেকে সম্পূর্ণ পৃথক হয়ে যায়। স্থানীয়রা জানান, অস্ত্র এত ধারালো ছিল যে, পা কেটে নিচের তোষক ও পাটি পর্যন্ত কেটে গেছে। স্বামীর এহেন মর্মান্তিক দৃশ্য দেখে স্ত্রী চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়েন। পরে এলাকাবাসী এসে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত আব্দুল মালিককে জকিগঞ্জ সরকারি হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট এম.এ.জি.ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ২ ছেলে ও ২ মেয়ের জনক আব্দুল মালিকের এ নৃশংস ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ প্রসঙ্গে জকিগঞ্জ থানার এস আই শরীফ জানান, নৃশংস এ ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং রোগীকে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে দেন। প্রাথমিকভাবে জমি-জমা সংক্রান্ত বিরোধের জন্য আহত আব্দুল মালিকের চাচাতো ভাইয়েরা এ ঘটনা ঘটতে পারে বলে সে জানিয়েছে।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !