রহমত আলী হেলালী
জকিগঞ্জে এবার পবিত্র ঈদুল আজাহা পরবর্তী ঈদপূর্ণমিলণীতে আনন্দ ভাগাভাগির সাথে বেদনাও ভাগাভাগি করেছে উপজেলা আওয়ামীলীগ। গত ২৮ সেপ্টেম্বর রোববার দুপুরে জকিগঞ্জ ডাক বাংলো প্রাঙ্গনে উপজেলা আওয়ামীলীগ এক সাথে ঈদপূর্ণমিলণী ও শোক সভার আয়োজন করে। সিলেট জেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক আব্দুজ জহির চৌধুরী সুফিয়ানের ইন্তেকালে ঈদপূর্ণমিলণীর সাথে এ শোক সভার আয়োজন করা হয়। এতে অনুষ্ঠানটি আনন্দ-বেদনার ঈদপূর্ণমিলণী হিসেবে রূপ নেয়। উপজেলা আওয়ামীলীগ সভাপতি লোকমান উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দারের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও পূবালী ব্যাংক চেয়ারম্যান সাবেক এমপি হাফিজ আহমদ মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ সিলেট বিভাগ আইনজীবি পরিষদের সাধারণ সম্পাদক সুপ্রীম কোর্টের আইনজীবী সাবেক সিলেটের রাজপথ কাঁপানো ছাত্রনেতা এডভোকেট মোশতাক আহমদ। উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী সাজনা সুলতানা হক চৌধুরী, বিরশ্রী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুস সাত্তার, বারঠাকুরী ইউনিয়ন চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু, খলাছাড়া ইউনিয়ন চেয়ারম্যান কবির আহমদ, সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা মাসুক, উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডার হাজী খলিল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ নেতা এম.এ.জি.বাবর, আব্দুল আহাদ, নাসিম আহমদ, ফারুক আহমদ, জকিগঞ্জ পৌরসভা আওয়ামীলীগ সভাপতি হাজী শামসুদ্দিন, সাধারন সম্পাদক মুসলেহ উদ্দিন সুহেল, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা জহুরুল হক খসরু, ইউনুস আলী মেম্বার, আব্দুস সাত্তার মেম্বার, মঞ্জুরুল হামিদ চৌধুরী, মাহতাব আহমদ, খলিলুর রহমান, নজরুল ইসলাম, আব্দুল মালেক, আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেন নজরুল, সার্জেন্ট বেলাল উদ্দিন, আলী আহমদ, আহমেদুল হক চৌধুরী বেলাল, ছাত্রনেতা মাসুদ আহমদ ও জাকির হোসেন প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র ক্বোরআন থেকে তেলাওয়াত করেন উলামলীগ নেতা মাওলানা ফারুক আহমদ ও অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোশাহীদ আহমদ কামালী। পরে উপস্থিত সকলের মধ্যে শিরণী বিতরণ করা হয়।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !