স্টাফ রিপোর্টার
সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি ও সিলেট জেলা পরিষদ প্রশাসক বর্ষিয়ান জননেতা আব্দুজ জহির চৌধুরী সুফিয়ানের মৃত্যুতে তাঁর স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন সিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও জকিগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। একটি সূত্রে জানায়, সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি ও সিলেট জেলা পরিষদ প্রশাসক পদে সার্বিক দিক বিবেচনায় এগিয়ে আছেন সিলেট আওয়ামীলীগের নিবেদিত প্রাণ বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। কেননা এই ত্যাগী নেতা বিগত জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ আসনে দলীয় মনোনয়ন পেয়েও দলের বৃহৎ স্বার্থে শেখ হাসিনার আদেশ মেনে মনোনয়ন প্রত্যাহার করে জাতীয় পার্টিকে ছেড়ে দেন। তাছাড়া মাসুক উদ্দিন আহমদের ছোট ভাই সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ ও তার ছেলে যুক্তরাজ্য ছাত্রলীগের সভাপতি তামিম আহমদ ইতিমধ্যে পরিচ্ছন্ন রাজনীতির ধারা সৃষ্টি করে আওয়মীলীগ পরিবারের শীর্ষ নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেছেন। জালালাবাদ গ্যাসের পরিচালকের দায়িত্ব পালনকালে মাসুক উদ্দিন আহমদ সুনাম ও দক্ষতার পরিচয় দিয়েছেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পর দেশের প্রথম মুক্তাঞ্চল জকিগঞ্জে তিনি প্রশাসক ও পরবর্তীতে উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, পারিবারের অন্যান্য সদস্যদের দলের প্রতি অবদান, সর্বোপরি ক্লিন ইমেজের জন্য শীর্ষ নেতৃবৃন্দের বিবেচনায় এগিয়ে আছেন আলহাজ্ব মাসুক উদ্দিন আহমদ। এছাড়া এ পদে লবিংয়ে থাকা বাকিরা কেউ হয়ত এমপি নয়তো প্রবাসী যা প্রশাসনিক কাজের প্রতিবন্ধক। তাই সিলেট আওয়ামীলীগ নেতৃবৃন্দের ধারণা বর্ষিয়ান জননেতা আব্দুজ জহির চৌধুরী সুফিয়ানের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন একাত্তরের রণাঙ্গনের লড়াকু সৈনিক ও সিলেট আওয়ামীলীগের নিবেদিত প্রাণ মাসুক উদ্দিন আহমদ। প্রসঙ্গে বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেন, রাজনীতি করি মানুষের জন্য। দল করে কি পেলাম, কি পেলাম না সেটার যোগ বিয়োগ করি না। জেলা পরিষদের প্রশাসক হিসেবে নেত্রী যাকে যোগ্য মনে করেন তাকেই মনোনীত করবেন। তিনি বিদেশ থেকে দেশে আসলে এ ব্যপারে সিদ্ধান্ত নেবেন।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !