স্টাফ রিপোর্টার


বিশিষ্ট ইসলামি সঙ্গীত শিল্পী ও চ্যানেল আই ইউকের মদিনার সুর অনুষ্ঠানের উপস্থাপক কবি মুজাহিদুল ইসলাম বুলবুল আগামীকাল ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে জকিগঞ্জ আসছেন। উপজেলার থানাবাজার লতিফিয়া ফুরক্বানিয়া দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত ‘গজল সন্ধায়’ অংশ নিতে তার জকিগঞ্জ আগমণ। জানা যায়, লতিফিয়া ইসলামিয়া গজল সন্ধ্যা বাস্তবায়ন পরিষদের উদ্যোগে ওইদিন বিকাল ৩টা থেকে এক উন্মোক্ত ইসলামি গজল সন্ধার আয়োজন করা হয়েছে। থানাবাজার লতিফিয়া ফুরক্বানিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শিহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করবেন জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোস্তফা হাসান চৌধুরী গিলমান। এতে সুরের মুর্ছনায় জকিগঞ্জবাসী দর্শক-শ্রোতাদের এক মনোমুগ্ধকর সন্ধা উপহার দিবেন কবি মুজাহিদুল ইসলাম বুলবুল, শাহিদ আহমদ, সুলতান আহমদ, আনোয়ার হোসাইন গুলজার, মামুনুর রশিদ, মোঃ আব্দুল আউয়াল ও শিশু শিল্পি রাজীব উদ্দিন প্রমূখ। অনুষ্ঠান উপস্থাপন করবেন সংগীত জগতের খ্যতিমান উপস্থাপক কবি রফিকুল ইসলাম মুবিন। আয়োজক সূত্রে জানা যায়, জকিগঞ্জে গজল সন্ধ্যা অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে। সকলের অনুষ্ঠান উপভোগের কথা চিন্তা করে টিকেটের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !