স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নের ইনামতি গ্রামের ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি সিদ্দিকুর রহমান পাপলুর বাসায় এক চুরির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার বিকেলে কোন এক সময়ে এ ঘটনাটি ঘটে। সিলেট সদর উপজেলার শাহপরান আবাসিক এলাকার জি রোডের ৭ নম্বর বাসায় এ ঘটনাটি ঘটেছে। এসময় চুরেরা নগদ ৫০হাজার টাকা, মোবাইল ফোন, কয়েকটি ব্যাংকের চেকবই, সাক্ষরকৃত চেকের কয়েকটি পাতা, ট্যাবসহ প্রায় সাড়ে ৪লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ঘটনার সময় সাবেক ছাত্রনেতা পাপলু বাসায় ছিলেন না। খবর পেয়ে শাহপরান থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন ধরনের আলামত সংগ্রহ করে। জানা যায়, চুরেরা বিকেল বেলা বাসার রান্না ঘরের পেছনের জানালার গ্রীল কেটে বাসায় প্রবেশ করে। পরে চুরেরা সদর কয়েকটি রোম তল্লাশী করে স্টিল, আলমিরা ভেঙে ব্যাপক তছনছ করে। এসময় চুরেরা পাপলুর রোমে গিয়ে আলমিরায় রক্ষিত নগদ নগদ ৫০হাজার টাকা, আইফোন ৬ মডেলের ২টি ও আইফোন ১টি মোবাইল ফোন, পূর্বালী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, আল-ফালাহ ব্যাংকের চেকবই, এছাড়াও সাক্ষরকৃত চেকের ৫-৬টি পাতা, ২টি ট্যাবসহ প্রায় সাড়ে ৪লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এছাড়াও চুরেরা জরুরী কাগজপত্রও নিয়ে যায়। এ ব্যাপারে শাহপরান থানার (ওসি) নিজাম উদ্দিন বলেন, ছিদ্দিকুর রহমান পাপলুর বাসায় শনিবার বিকেলে চুরির ঘটনা ঘটেছে। খবর পেয়ে শাহপরান থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে নানা ধরনের আলামত সংগ্রহ করেছে। পুলিশ এ চক্রকে গ্রেফতার করতে তৎপর রয়েছে।
জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নের ইনামতি গ্রামের ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি সিদ্দিকুর রহমান পাপলুর বাসায় এক চুরির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার বিকেলে কোন এক সময়ে এ ঘটনাটি ঘটে। সিলেট সদর উপজেলার শাহপরান আবাসিক এলাকার জি রোডের ৭ নম্বর বাসায় এ ঘটনাটি ঘটেছে। এসময় চুরেরা নগদ ৫০হাজার টাকা, মোবাইল ফোন, কয়েকটি ব্যাংকের চেকবই, সাক্ষরকৃত চেকের কয়েকটি পাতা, ট্যাবসহ প্রায় সাড়ে ৪লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ঘটনার সময় সাবেক ছাত্রনেতা পাপলু বাসায় ছিলেন না। খবর পেয়ে শাহপরান থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন ধরনের আলামত সংগ্রহ করে। জানা যায়, চুরেরা বিকেল বেলা বাসার রান্না ঘরের পেছনের জানালার গ্রীল কেটে বাসায় প্রবেশ করে। পরে চুরেরা সদর কয়েকটি রোম তল্লাশী করে স্টিল, আলমিরা ভেঙে ব্যাপক তছনছ করে। এসময় চুরেরা পাপলুর রোমে গিয়ে আলমিরায় রক্ষিত নগদ নগদ ৫০হাজার টাকা, আইফোন ৬ মডেলের ২টি ও আইফোন ১টি মোবাইল ফোন, পূর্বালী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, আল-ফালাহ ব্যাংকের চেকবই, এছাড়াও সাক্ষরকৃত চেকের ৫-৬টি পাতা, ২টি ট্যাবসহ প্রায় সাড়ে ৪লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এছাড়াও চুরেরা জরুরী কাগজপত্রও নিয়ে যায়। এ ব্যাপারে শাহপরান থানার (ওসি) নিজাম উদ্দিন বলেন, ছিদ্দিকুর রহমান পাপলুর বাসায় শনিবার বিকেলে চুরির ঘটনা ঘটেছে। খবর পেয়ে শাহপরান থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে নানা ধরনের আলামত সংগ্রহ করেছে। পুলিশ এ চক্রকে গ্রেফতার করতে তৎপর রয়েছে।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !