স্টাফ রিপোর্টার
জকিগঞ্জের ধর্মপ্রাণ মানুষের মধ্যে সাড়রা জাগিয়েছে লতিফিয়া ইসলামি গজল সন্ধা পরিষদের মনোজ্ঞ ‘গজল সন্ধা’। গত ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধায় থানাবাজার দাখিল মাদ্রাসা মাঠ মাতিয়ে তুলেন দেশের খ্যাতনামা শিল্পীরা। এ উপলক্ষে বিকাল তিনটায় থানাবাজার লতিফিয়া ফুরক্বানিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শিহাব উদ্দিনের সভাপতিত্বে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাফিজ আলী হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আন্জুমানে তালামিযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোস্তফা হাসান চৌধুরী গিলমান। প্রধান বক্তার বক্তব্য রাখেন তালামিযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি বেলাল আহমদ। বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দার, জকিগঞ্জ জামে মসজিদের ইমাম মাওলানা মোশাহীদ আহমদ কামালী, আওয়ামীলীগ নেতা আব্দুল আহাদ, জাতীয় পার্টি নেতা মোঃ জালাল উদ্দিন, বিশিষ্ট আলেম মাওঃ ফজলুর রহমান চৌধুরী, বিশিষ্ট লেখক মাওলানা মোঃ ফদ্বলুর রহমান, সংগঠক এম.এ.বাকী খালেদ, জকিগঞ্জ তালামীযের সভাপতি আব্দুল মুকিত, সাবেক সভাপতি মোঃ নজমুল ইসলাম, মোঃ ইসলাম উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক এহসান মোঃ শামীম । বাদ মাগরীব একে একে মঞ্চে আসতে শুরু করেন দেশের খ্যাতনামা শিল্পীরা। বলতে শুরু করেন, আল্লাহ তোমার মায়ার সিন্ধু/ মোহাম্মদ ইয়া রাসুলাল্লাহ / ওয়া জিসকে লিয়ে/ মাদিনা মাদিনা / তুমি কালচার বলে/ নবীজির রওজা মোবারকে জানাই লাখো সালাম/ এক হও লড়াই কর / বাঁচাও ঈমান বাঁচাও দেশ এমন অসংখ্য জনপ্রিয় ইসলামী সঙ্গীত। ছাত্র নেতা বেলাল আহমদের প্রাণবন্ত উপস্থাপনায় লন্ডন চ্যানেল আইর ‘মদিনার সুর’ অনুষ্ঠানের উপস্থাপক রিসালাহ সাংস্কৃতিক সংসদের প্রতিষ্ঠাতা পরিচালক কবি মুজাহিদুল ইসলাম বুলবুল, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ক্বারী হাফিজ সাইদুল ইসলাম আসাদ, সবুজ কুঁড়ি শিল্পী গোষ্ঠীর নির্বাহী পরিচালক শাহিদ আহমদ, সদস্য মামুনুর রশিদ, আব্দুল আওয়াল, জালালিয়া শিল্পী গোষ্ঠীর নির্বাহী পরিচালক সুলতান আহমদ, অনুরাগ শিল্পী গোষ্ঠীর পরিচালক আনোয়ার হোসেন গুলজার, শিশু শিল্পী আব্দুল হাফিজের একক ও দলীয় সঙ্গীত তন্ময় হয়ে শুনেন অব্যাগতরা। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাজলসার ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রশিদ বাহাদুর, জকিগঞ্জ নিউজ সম্পাদক আল মামুন, জকিগঞ্জ সংবাদের সম্পাদক রহমত আলী হেলালী, জকিগঞ্জ বার্তার সম্পাদক এনামুল হক মুন্না, সমাজসেবী হুমায়ুন কবীর লস্কর, সাংবাদিক কেএম মামুন, আল হাসিব তাপাদার, সমাজসেবী তুতিউর রহমান, সমাজসেবী কেফায়াতুল কিবরিয়া চৌধুরী, মাস্টার আব্দুল হান্নান, কবি আবুল কালাম আজাদ প্রমূৃখ। অনুষ্ঠানের সার্বিক দিক নির্দেশনায় ছিলেন কবি রফিকুল ইসলাম মুবিন। শিল্পীদের ভিন্ন মেজাজের ইসলামী সঙ্গীতের সাথে সাথে সুর মেলান উপস্থিত দর্শক শ্রোতারা। মারহাবা মারহাবা বলে স্বাগত জানান শিল্পীদের পরিবেশনাকে। দৃষ্টি নন্দন লাইটিং শ্রুতি মধুর সাউন্ড আর শিল্পীদের নান্দনিক উপস্থাপনা অনুষ্ঠানে ভিন্ন এক মাত্রা তৈরী করে। বিনোদন বঞ্চিত জকিগঞ্জবাসীর মধ্যে ইসলামী ভাবধারার ব্যতিক্রমী এ গজল সন্ধা সাড়া জাগিয়েছে।
জকিগঞ্জের ধর্মপ্রাণ মানুষের মধ্যে সাড়রা জাগিয়েছে লতিফিয়া ইসলামি গজল সন্ধা পরিষদের মনোজ্ঞ ‘গজল সন্ধা’। গত ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধায় থানাবাজার দাখিল মাদ্রাসা মাঠ মাতিয়ে তুলেন দেশের খ্যাতনামা শিল্পীরা। এ উপলক্ষে বিকাল তিনটায় থানাবাজার লতিফিয়া ফুরক্বানিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শিহাব উদ্দিনের সভাপতিত্বে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাফিজ আলী হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আন্জুমানে তালামিযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোস্তফা হাসান চৌধুরী গিলমান। প্রধান বক্তার বক্তব্য রাখেন তালামিযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি বেলাল আহমদ। বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দার, জকিগঞ্জ জামে মসজিদের ইমাম মাওলানা মোশাহীদ আহমদ কামালী, আওয়ামীলীগ নেতা আব্দুল আহাদ, জাতীয় পার্টি নেতা মোঃ জালাল উদ্দিন, বিশিষ্ট আলেম মাওঃ ফজলুর রহমান চৌধুরী, বিশিষ্ট লেখক মাওলানা মোঃ ফদ্বলুর রহমান, সংগঠক এম.এ.বাকী খালেদ, জকিগঞ্জ তালামীযের সভাপতি আব্দুল মুকিত, সাবেক সভাপতি মোঃ নজমুল ইসলাম, মোঃ ইসলাম উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক এহসান মোঃ শামীম । বাদ মাগরীব একে একে মঞ্চে আসতে শুরু করেন দেশের খ্যাতনামা শিল্পীরা। বলতে শুরু করেন, আল্লাহ তোমার মায়ার সিন্ধু/ মোহাম্মদ ইয়া রাসুলাল্লাহ / ওয়া জিসকে লিয়ে/ মাদিনা মাদিনা / তুমি কালচার বলে/ নবীজির রওজা মোবারকে জানাই লাখো সালাম/ এক হও লড়াই কর / বাঁচাও ঈমান বাঁচাও দেশ এমন অসংখ্য জনপ্রিয় ইসলামী সঙ্গীত। ছাত্র নেতা বেলাল আহমদের প্রাণবন্ত উপস্থাপনায় লন্ডন চ্যানেল আইর ‘মদিনার সুর’ অনুষ্ঠানের উপস্থাপক রিসালাহ সাংস্কৃতিক সংসদের প্রতিষ্ঠাতা পরিচালক কবি মুজাহিদুল ইসলাম বুলবুল, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ক্বারী হাফিজ সাইদুল ইসলাম আসাদ, সবুজ কুঁড়ি শিল্পী গোষ্ঠীর নির্বাহী পরিচালক শাহিদ আহমদ, সদস্য মামুনুর রশিদ, আব্দুল আওয়াল, জালালিয়া শিল্পী গোষ্ঠীর নির্বাহী পরিচালক সুলতান আহমদ, অনুরাগ শিল্পী গোষ্ঠীর পরিচালক আনোয়ার হোসেন গুলজার, শিশু শিল্পী আব্দুল হাফিজের একক ও দলীয় সঙ্গীত তন্ময় হয়ে শুনেন অব্যাগতরা। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাজলসার ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রশিদ বাহাদুর, জকিগঞ্জ নিউজ সম্পাদক আল মামুন, জকিগঞ্জ সংবাদের সম্পাদক রহমত আলী হেলালী, জকিগঞ্জ বার্তার সম্পাদক এনামুল হক মুন্না, সমাজসেবী হুমায়ুন কবীর লস্কর, সাংবাদিক কেএম মামুন, আল হাসিব তাপাদার, সমাজসেবী তুতিউর রহমান, সমাজসেবী কেফায়াতুল কিবরিয়া চৌধুরী, মাস্টার আব্দুল হান্নান, কবি আবুল কালাম আজাদ প্রমূৃখ। অনুষ্ঠানের সার্বিক দিক নির্দেশনায় ছিলেন কবি রফিকুল ইসলাম মুবিন। শিল্পীদের ভিন্ন মেজাজের ইসলামী সঙ্গীতের সাথে সাথে সুর মেলান উপস্থিত দর্শক শ্রোতারা। মারহাবা মারহাবা বলে স্বাগত জানান শিল্পীদের পরিবেশনাকে। দৃষ্টি নন্দন লাইটিং শ্রুতি মধুর সাউন্ড আর শিল্পীদের নান্দনিক উপস্থাপনা অনুষ্ঠানে ভিন্ন এক মাত্রা তৈরী করে। বিনোদন বঞ্চিত জকিগঞ্জবাসীর মধ্যে ইসলামী ভাবধারার ব্যতিক্রমী এ গজল সন্ধা সাড়া জাগিয়েছে।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !