স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ গুণীজন সংবর্ধনা পরিষদের উপদেষ্টা পরিষদের সদস্যগণকে নিয়ে এক মতবিনিময় সভা গত ১১ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় সিলেট নগরীর জিন্দাবাজারস্থ একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি প্রফেসর এম.এ.মতিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মুখলিসুর রহমানের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে ক্বেরাত পাঠ করেন পরিষদের নির্বাহী সদস্য হাফেজ মাওলানা মনজুরে মাওলা। এতে অংশগ্রহণ করেন পরিষদের উপদেষ্টা দৈনিক সিলেটের ডাকের নির্বাহী সম্পাদক আবদুল হামিদ মানিক, সমাজসেবী ও শিল্পপতি শামসুল হক, (অব.) সরকারি চাকুরিজীবী ফজলুল হক চৌধুরী, আলহাজ্ব তৈয়বুর রহমান, পরিষদের সহ সভাপতি এম.এ.মালেক চৌধুরী, সহ সাধারন সম্পাদক মোঃ আব্দুস সবুর, কোষাধ্যক্ষ মোঃ খায়রুল আলম, সাহিত্য ও সংস্কৃতিক সম্পাদক মোঃ মাহমুদুর রহমান, প্রচার সম্পাদক রহমত আলী হেলালী, ছাত্র প্রতিনিধি সাকের হোসেন, মোঃ মুফিকুল হক, নির্বাহী সদস্য ডাঃ শহিদুর রহমান তাপাদার ও চৌধুরী হেলাল আহমদ প্রমুখ। মতবিনিময় সভায় পরিষদের উপদেষ্টাগণকে পরিষদের কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়। এছাড়া গুণীজন বাছাই সংক্রান্ত বিষয়ে ব্যাপক আলোচনা ও পর্যালোচনা করে আগামী আক্টোবর মাসের শুরুতে একটি সাধারণ সভা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !