রহমত আলী হেলালী
জকিগঞ্জ-আটগ্রাম সড়কে লেগুনার ধাক্কায় গুরুতর আহত মোটর সাইকেল আরোহী জকিগঞ্জ পল্লী বিদ্যুতের ইলেক্ট্রিশিয়ান বিধান পালের অবস্থা আশঙ্কাজনক। তিনি জীবন-মরণের সন্ধিক্ষণে রয়েছেন। জানা যায়, আজ ১৬ সেপ্টেম্বর বুধবার বিকালে লামারগ্রামস্থ গোলকচাঁদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দূর্ঘটনা ঘটে। এতে মোটর সাইকেল আরোহী উপজেলার বিরশ্রী ইউনিয়নের লক্ষিবাজার এলাকার বিধান পাল ছাড়াও লেগুনার ৫/৬ জন যাত্রী আহত হন। গুরুতর আহত বিধান পালকে জকিগঞ্জ সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট এম.এ.জি.ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। লেগুনা থাকা আহত যাত্রীদের জকিগঞ্জ সরকারি হাসপাতালে চিকিৎসা চলছে। বিধান পালের পারিবারিক সূত্রে জানায়, বিধান পালের মথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লেগে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তিনি এখন জীবন-মরণের সন্ধিক্ষণে হাসপাতালের বেডে কাতরাচ্ছেন।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !