স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ-শেওলা সড়কের লক্ষীবাজার বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় গত ২৩ সেপ্টেম্বর বুধবার বিকালে একটি সিএনজি থামিয়ে ড্রাইভারসহ ১৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করেছে বিজিবি। আটককৃতরা হলেন সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার সালুটিকরস্থ মিত্রিমহল গ্রামের আহমদ আলীর ছেলে সিএনজি চালক মোঃ জালাল আহমদ (১৬) ও মকবুল আলীর ছেলে মোঃ মোতালেব মিয়া (১৭)। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লক্ষীবাজার বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ আজিজুল হক এর নেতৃত্বে একটি টহল দল জকিগঞ্জ-শেওলা একটি সিএনজি (সিলেট থ-১১-৯২৯৬) থামানোর সংকেত দিলে চালক সিএনজিটি থামায়। পরবর্তীতে সিএনজিটি তল্লাশী করে ভেতর থেকে লুকায়িত অবস্থায় ১৫০ বোতল ভারতীয় ফে›িসডিল আটক করা হয়। এ সময় আটককৃত সিএনজি এবং আসামীদের নিকট থাকা ২টি মোবাইল ফোনসহ আসামীদের জকিগঞ্জ থানায় সোপর্দ করা হয়। আটককৃত মালামালের আনুমানিক ৪ লক্ষ ৬৫ হাজার টাকা বলে বিজিবি জানিয়েছে।
জকিগঞ্জ-শেওলা সড়কের লক্ষীবাজার বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় গত ২৩ সেপ্টেম্বর বুধবার বিকালে একটি সিএনজি থামিয়ে ড্রাইভারসহ ১৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করেছে বিজিবি। আটককৃতরা হলেন সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার সালুটিকরস্থ মিত্রিমহল গ্রামের আহমদ আলীর ছেলে সিএনজি চালক মোঃ জালাল আহমদ (১৬) ও মকবুল আলীর ছেলে মোঃ মোতালেব মিয়া (১৭)। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লক্ষীবাজার বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ আজিজুল হক এর নেতৃত্বে একটি টহল দল জকিগঞ্জ-শেওলা একটি সিএনজি (সিলেট থ-১১-৯২৯৬) থামানোর সংকেত দিলে চালক সিএনজিটি থামায়। পরবর্তীতে সিএনজিটি তল্লাশী করে ভেতর থেকে লুকায়িত অবস্থায় ১৫০ বোতল ভারতীয় ফে›িসডিল আটক করা হয়। এ সময় আটককৃত সিএনজি এবং আসামীদের নিকট থাকা ২টি মোবাইল ফোনসহ আসামীদের জকিগঞ্জ থানায় সোপর্দ করা হয়। আটককৃত মালামালের আনুমানিক ৪ লক্ষ ৬৫ হাজার টাকা বলে বিজিবি জানিয়েছে।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !