স্টাফ রিপোর্টার
সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি ও সিলেট জেলা পরিষদের প্রশাসক আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান ইন্তেকাল করেছেন। গতকাল ৯ সেপ্টেম্বর বুধবার বিকেল ৪ টায় তিনি নগরীর সাগরদিঘির পাড়স্থ বাসায় মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি........রাজিউন)। নিঃসন্তান সুফিয়ান চৌধুরী মৃত্যুকালে স্ত্রী ও অসংখ্য আত্মীয় স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বেশ কয়েক মাস থেকে খাদ্যনালীর ক্যান্সারে আক্রান্ত হয়ে যুক্তরাজ্য থেকে চিকিৎসা নিয়ে সম্প্রতি দেশে ফেরেন। গত কয়েকদিন থেকে তার অবস্থার অবনতি ঘটছিল। আজ ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাদ জোহর হযরত শাহজালাল (রহ.) দরগাহ প্রাঙ্গনে তার জানাজা শেষে মাজার করবস্থানে তার দাফন সম্পন্ন হবে বলে জানা যায়। এদিকে সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ানের ইন্তেকালের সংবাদে জকিগঞ্জের আওয়ামীলীগ পরিবারের লোকজনের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তাঁর ইন্তেকালে শোক প্রকাশ করেন জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি লোকমান উদ্দিন চৌধুরী, সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দার, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী সাজনা সুলতানা হক চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ নেতা ও সুলতানপুর ইউনিয়ন চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী একল, বারঠাকুরী ইউনিয়ন চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু, বীরশ্রী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুস সাত্তার, কসকনকপুর ইউনিয়ন চেয়ারম্যান আলতাফ হোসেন লস্কর, মানিকপুর ইউনিয়ন চেয়ারম্যান আবু জাফর মোঃ রায়হান, সিলেট মহানগর যুবলীগ নেতা আতিকুর রহমান মনি, উপজেলা আওয়ামীলীগ নেতা এম.এ.জি. বাবর, ফারুক আহমদ, আব্দুল আহাদ, সারওয়ার হোসাইন চৌধুরী রাজা, কেফায়াতুল কিবরিয়া চৌধুরী, শেখ আব্দুল করিম, উপজেলা সেচ্ছাসেবকলীগের আহবায়ক মখলিছুর রহমান মেখন, যুগ্ম আহবায়ক আব্দুল আহাদ মেম্বার, সদস্য সচিব আব্দুল গফুর, মহিলা আওয়ামীলীগ নেত্রী ও পৌরসভার কাউন্সিলর জোসনা খানম, উপজেলা ছাত্রলীগ সভাপতি শিব্বির আহমদ চৌধুরী আলম, উপজেলা শ্রমিকলীগের নির্বাহী সভাপতি সজল কুমার বর্মণ, শ্রমিকলীগ নেতা মানিক মিয়া, উপজেলা ছাত্রলীগ নেতা মেহদী হেলাল, বাবর হোসেন চৌধুরী ও মোস্তাফিজুর রহমান প্রমূখ।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !