স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ-আটগ্রাম সড়কের লামারগ্রামে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত কানাইঘাট উপজেলা স্বাস্থ্য সহকারি ও ইলেক্ট্রোশিয়ান বিধান পালের দাহ সম্পন্ন হয়েছে। গত ১৮ সেপ্টেম্বর শুক্রবার দুপুর সাড়ে ১২টায় বিরশ্রী ইউনিয়নের বড়চালিয়া গ্রামে নিজ বাড়ির পাশে দাহ করা হয়। বিধান পালের এ মর্মান্তিক মৃত্যুতে পুরো উপজেলার মানুষ শোকে স্তব্ধ হয়ে পড়েন। পরিচিত মহলে চলছে তার জীবনের বিভিন্ন স্মৃতি চারণমূলক কাহিনী। শেষ বারের মতো তাকে দেখতে তার বাড়িতে উপজেলার প্রত্যান্ত অঞ্চলের শত শত মানুষ ভীড় জামান। দাহ কার্যক্রমে অংশ নেন এলাকার বিপূল সংখ্যক মানুষ। নিহতের বাড়িতে বিরশ্রী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুস ছাত্তার, মানিকপুর ইউনিয়ন চেয়ারম্যান আবু জাফর মোঃ রায়হান, ইউপি সদস্য আব্দুল কাদির, নাজিম উদ্দিন, প্রধান শিক্ষক জ্যোতিষ চন্দ্র পাল ও জকিগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শ্রীকান্ত পাল প্রমূখ উপস্থিত ছিলেন। এ সময় এলাকাবাসী বিধান পালকে একজন নম্্র ও ভদ্র স্বভাবে মানুষ উল্লেখ করে ঘাতক লেগুনা ড্রাইভারের দৃষ্ঠান্তমূলক বিচার দাবী করেন।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !