স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ থেকে শুরু হওয়া দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট এখন বিশ্বব্যাপী পবিত্র আল-কুরআনের সহীহ তেলাওয়াত প্রশিক্ষণে আলোড়ন তুলেছে। বিগত ২০০৭ ইংরেজী থেকে প্রতি বছর সামার হলিডের সময় লন্ডনের ম্যানচেস্টারের শাহজালাল মসজিদ এবং ইসলামিক সেন্টার এর ব্যবস্থাপনায় চলছে বিশেষ কুরআন প্রশিক্ষণ। দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট অনুমোদিত ও সিলেবাস অনুসরণে এ কোর্সে জামাআতে আউয়াল থেকে জামাআতে ছাদিছ পর্যন্ত শিক্ষা প্রদান করা হচ্ছে। ৬ সেমিস্টারের এই বিশেষ কিরাত কোর্স সমাপনীর মাধ্যমে লন্ডনে থেকে একজন শিক্ষার্থী কিরাতের উপর সর্বোচ্চ ‘ক্বারী’ সনদ লাভ করছেন। জানা যায়, শাহজালাল মসজিদে এ বছর দারুল কিরাত কোর্সে প্রায় এক শত শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। যাদেরকে বিশুদ্ধ কুরআন তিলাওয়াত শিক্ষা প্রদান ও যথাযথ তত্বাবধানের জন্য এগারো জন অভিজ্ঞ শিক্ষক তাঁদের শ্রম, মেধা ও সময় ব্যয় করেছেন। তাঁরা হলেন মসজিদের ইমাম ও খতীব মাওলানা খায়রুল হুদা খান, সাবেক ইমাম হযরত মাওলানা সৈয়দ ফজলুর রহমান, মাওলানা ফখরুল হাসান (রুতবাহ), মাওলানা তাজ উদ্দিন, মাওলানা আব্দুল কুদ্দুস, হাফিজ জামাল হোসাইন, ক্বারী মাহবুবুল ইসলাম লিয়াকত, ক্বারী হাফিজুর রহমান, ক্বারীয়া আরিফা খান, ক্বারী মুহিব্বুল হাসান তালহা এবং ক্বারী নাহিদ আহমদ। দারুল কিরাত কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণ উপলক্ষে গত ৫ই সেপ্টেম্বর শনিবার দুপুর ১ ঘটিকায় শাহজালাল মসজিদের হলরুমে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মসজিদ কমিটির চেয়ারম্যান আলহাজ্ব সুরাবুর রহমানের সভাপতিত্বে ও মসজিদের ইমাম মাওলানা খায়রুল হুদা খানের উপস্থাপনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানচেস্টারস্থ বাংলাদেশের সহকারী হাইকমিশনের কাউন্সিলার ওহিদুর রহমান বিশ্বাস টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল হাদীস লাতিফিয়া নর্থওয়েস্টের প্রিন্সিপাল হযরত মাওলানা সালমান আহমদ চৌধুরী ফুলতলী। হাফিজ জামাল হোসাইনের কিরাত পাঠ ও মসজিদের সেক্রেটারী আলহাজ্ব আবদুল মালিক সওদাগরের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত আলোচনা সভায় কমিউনিটি নেতৃবৃন্দ ও বিশিষ্টজনদের মধ্যে বক্তব্য রাখেন মসজিদের সাবেক ইমাম হযরত হাফিজ মাওলানা সৈয়দ ফজলুর রহমান, দারুল কিরাতের প্রধান শিক্ষক মাওলানা ফখরুল হাসান রুতবাহ, আলহাজ্ব গোলাম মোস্তফা চৌধুরী এমবিই, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন চৌধুরী, মাওলানা আবদুল কুদ্দুস, মাওলানা মাহবুবুল ইসলাম লিয়াকত, মসজিদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব সুরুক মিয়া, সোনালী ব্যাংকের সাবেক ম্যানেজোর আবদুল হামিদ, সৈয়দ আতাউর রহমান পান্নু, আলহাজ্ব মোহাম্মদ লস্কর, আলহাজ্ব হুমায়ুন কবীর, তাবেদার রসূল বকুল, হাফিজ মোহাম্মদ জাকারিয়া প্রমুখ। এতে আরো উপস্থিত ছিলেন মসজিদের ট্রাস্টি আলহাজ্ব রইছ আলী, জিএমবিএর ভাইস চেয়ারম্যান শায়েকুল ইসলাম, মসজিদের জয়েন্ট সেক্রেটারী সওগাতুল ইমাম চৌধুরী, ট্রেজারার আলহাজ্ব আবু তাহির, সাবেক ট্রেজারার আলহাজ্ব আবদুল হান্নান, নজরুল ইসলাম তালুকদার, আলহাজ্ব আবুল কালাম, আলহাজ্ব আফিজ আলী, আলহাজ্ব শমসের মিয়া ও শাহ জমসেদ আলী প্রমুখ। অনুষ্ঠান শেষে কৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট, ট্রফি ও মেডেল তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। পরিশেষে মরহুম উম্মতে মুহাম্মদী মাগফিরাত কামনা ও বাংলাদেশসহ সমগ্র মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ এবং দারুল কিরাতের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !