স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ উপজেলার প্রতিটি এলাকায় আজ ২৪ আগস্ট সোমবার সকাল ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিদ্যুৎ থাকবেনা বলে জানিয়েছেন জকিগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম মোস্তফা কামাল। তিনি গতকাল রোববার রাত সাড়ে ৮টার পর একটি এসএমএসের মাধ্যমে জকিগঞ্জ সংবাদকে এ তথ্য জানিয়েছেন। এসএমএসে ডিজিএম মোস্তফা কামাল উল্লেখ করেন, ৩৩ কেভি লাইনের জরুরী রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। একই সাথে দক্ষিণ সুরমা, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, বালাগঞ্জ ও বিশ্বনাথ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কথা জানিয়ে তিনি বলেন, গ্রাহকদের সাময়িক সমস্যার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং সকলের সহযোগিতা কামনা করছি।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !