স্টাফ রিপোর্টার
সিলেট সার্কিট হাউসে জাতীয় পার্টির দু’গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ এবং দু’ পক্ষের মধ্যে গুলাগুলির ঘটনা ঘটেছে। এতে জাপার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা সভাপতি আব্দুল্লাহ সিদ্দিকী গ্রুপ এবং সিলেট-২ আসনের সংসদ সদস্য এহিয়া চৌধুরী গ্রুপের প্রায় ১৫ জন নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় ঘটনাস্থল থেকে কোতোয়ালী থানা পুলিশ জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শাব্বীর আহমদসহ ১৮ নেতাকর্মীকে আটক করে। জানা যায়, গতকাল ৮ আগস্ট বুধবার জেলা জাতীয় পার্টির ইফতার মাহফিল শেষে সিলেট সার্কিট হাউসে পার্টির কেন্দ্রীয় মহাসচিব জিয়াউদ্দিন বাবলু অবস্থান করছেন জেনে সেখানে আব্দুল্লাহ সিদ্দিকী গ্রুপের নেতাকর্মীরা জড়ো হন। রাত ৮টার দিকে এহিয়া তার অনুসারীদের নিয়ে সেখানে গেলে উভয় পক্ষের মধ্যে ফের উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে দু’পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শুনা গেছে বলে বিভিন্ন সূত্রে জানা যায়। খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২২ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় সেখান থেকে জাপার কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও সাবেক জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাব্বীর আহমদসহ উভয় গ্রুপের ১৮ জন নেতাকর্মীকেও আটক করে থানায় নিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ জানান, সংঘর্ষ থামাতে পুলিশ ২২ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ছে এবং ঘটনাস্থল থেকে ১৮ জন নেতাকর্মীকে আটক করেছে।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !