স্টাফ রিপোর্টার
জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়নের হালঘাট জামে মসজিদে ইমাম নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ইমামকে কেন্দ্র করে একটি পক্ষ মসজিদে দু’দিন থেকে তালা লাগিয়ে রেখেছে বলে খবর পাওয়া যায়। এনিয়ে যে কোন সময় বড় ধরণের সংর্ঘষ হতে পারে বলে স্থানীয়রা মনে করছেন। জানা যায়, মসজিদের ইমাম নিয়োগকে কেন্দ্র করে গত ৪ জুলাই শনিবার সকালে একটি পক্ষ মসজিদের ইমামকে মসজিদের হুজরায় তালাবদ্ধ করে রাখে। বিষয়টি এলাকাবাসী বুঝতে পেরে ইমামকে উদ্ধারের চেষ্টা করে প্রতিপক্ষের লোকজনের বাঁধায় স্থানীয়রা ইমামকে উদ্ধার করতে পারেননি। জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হুজরার তালা ভেঙ্গে ইমামকে উদ্ধার করেন। এ ঘটনায় মসজিদ কমিটির আহবায়ক ইব্রাহিম আলী বাদী হয়ে গত ৫ জুলাই রোববার ইউপি সদস্য আব্দুল মান্নান ওন মহল্লার মুরব্বী আব্দুল মতিনের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, মসজিদের ইমাম ফুলতলী পীরের অনুসারী হবেন নাকি জামায়াত সমর্থিত হবেন এ বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। তবে অভিযুক্তরা বিষয়টি অস্বীকার করে বলেন, এখানে জামায়াত সমর্থিত ইমাম রাখার প্রশ্নই আসেনা। প্রকৃত ঘটনাকে আড়াল করতে এ সকল মিথ্যা আশ্রয় নেয়া হচ্ছে। এ প্রসঙ্গে এলাকাবাসী জানান, বিষয়টি শীঘ্রই সুরাহা না হলে যে কোন সময় বড় ধরণে দুর্ঘটনা ঘটতে পারে। বিষয়টি জানতে জকিগঞ্জ থানার ওসি মোঃ সফিকুর রহমান খাঁনকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, মসজিদের ইমাম নিয়ে মহল্লার মানুষের মধ্যে মতানৈক্যের সৃষ্ঠি হয়েছে। বিষয়টি আপোষ নিষ্পত্তির চেষ্ঠা চালাচ্ছেন এলাকার মুরব্বীরা। আপোষ না হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !