॥ কুবাদ বখত চৌধুরী রুবেল ॥
কিছু সংখ্যক সিনেমা ও নাটকের পরিচালকদের বিরুদ্ধে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে, আজ কয়েক যুগ ধরে বেশ কিছু সংখ্যক সিনেমা ও নাটকে বংশ মর্যাদার উপর চরম আঘাত আনা হচ্ছে। ছবিতে দেখানো হয়-জমিদারের ছেলে তাহারই এক প্রজার মেয়ের সাথে প্রেম করেছে। মা-বাবার বাধা সত্ত্বেও বিয়ে করে ফেলেছে। এই সব দেখিয়ে কি শিক্ষা দিতে চান পরিচালকরা? মা-বাবার সাথে বেয়াদবি ও বংশ মর্যাদা ধূলিসাৎ করতে চান। জেনে রাখবেন মায়ের দুধের যেমন কোন বিকল্প নেই, তেমনি বংশ মর্যাদারও কোন বিকল্প নেই। সহস্রাধিক উদাহরণের মধ্যে মাত্র দু’টি উদাহরণ দিলেই বুঝতে পারবেন কাক ও কোকিল দুটোই জাতিতে পাখি এবং দেখতেও প্রায় সমান। কালো রঙের এ দুটো পাখির মধ্যে কাকের চেয়ে কোকিলের মর্যাদা অনেক অনেক গুণ বেশী। তেমনি মাছ জাতিতে সবই মাছ এখন বলুন তো পুঠি মাছের দাম বেশি না কৈ মাছের দাম বেশি? কি বলবেন! বাজারে গেলে কোন মাছটি দামদিয়ে কিনেন। অবশ্যই কৈ মাছের কথাই বলবেন। এভাবে মানুষ যদিও এক আদম সন্তান; তারপরও বংশ মর্যাদায় অনেক অনেক পার্থক্য রয়েছে। মাঝে মধ্যে দু’একজনের মুখে শুনা যায় বাপ-দাদার পরিচয় দিয়ে কি হবে? আমার নিজের পরিচয় দিয়েই আমি পরিচিত হতে চাই। ভালকথা- আপনার কি বাপ দাদার পরিচয় আসলেই আছে? থাকলে তো সোনায় সোহাগ। না থাকলে কিভাবে দিবেন? আপনি কি জানেন? পরকালের হাশরের মাঠে যখন মানুষ পেরেশান থাকবে- তখনই নবী করিম হযরত মুহাম্মদ (সাঃ) এর পরিচয় ব্যতিরেকে কেহই বেহেশতে যেতে পারবে না। তাহলে দুনিয়ার পার্থিব জীবনে আপনার বাপ-দাদার পরিচয় দেয়া কি সঠিক নয়? অনেকের বাপ-দাদার পরিচয় নেই কিন্তু সে নিজে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যাওয়াতে বাপ-দাদার পরিচয় ছাড়াই পরিচিত হতে চায়। ঠিক আছে, আপনি আপনার মতেই চলুন কিন্তু অন্য কাউকে আঘাত দিয়ে কথা বলবেন না। আসলে যিনি প্রকৃত বংশধর লোক ও সমাজে প্রতিষ্ঠিত ভালো মানুষ, তিনি কিন্তু ভাল বংশের লোক বলে অহংকার করাও ঠিক নয়। তা করলে ধ্বংস অবশ্যাম্ভাবী। সব মানুষকে ভালবাসতে হবে মানবিক দৃষ্টিকোণ থেকে। তবে সব সময় এটা খেয়াল রাখতে হবে যখনই আপনি আতœীয়তা করতে যাবেন- ঠিক তখনই আপনার সাথে মিল রেখে সমানে সমান আত্মীয়তা করবেন। আল্লাহ্ তায়ালা পাক কোরআনের মাধ্যমে শ্রেণীভেদের কথা উল্লেখ করেেছন। আল্লাহ্ বলেছেন; ‘যারা চোঁখে দেখে না অন্ধ, আর যারা চোঁখে দেখে তারা কি উভয় সমান’। তিনি আরও বলেন ‘শিক্ষিত আর অশিক্ষিত কি উভয় সমান’। তা থেকে প্রতিয়মান হচ্ছে, মানুষের মধ্যে উঁচু-নিচু আছে ও থাকবে আজীবন। তাই সিনেমা ও নাটকের নির্মাতাদের প্রতি আমার আকুল আবেদন রইল- আপনারা এ ধরনের সিনেমা ও নাটক নির্মাণ থেকে বিরত থাকুন। এখন প্রশ্ন হলো বংশ কি ও প্রেম ভালবাসা কি? বংশ হলো যার অন্তত তিন পুরুষ (তিন সিঁড়ি) ভালো মানুষ অর্থাৎ সে, তার বাবা ও তার দাদা ভাল এবং তাদের আচার ব্যবহার ভালো সে বংশই হলো ভালো বংশ। আর প্রেম ভালোবাসা সাধারণত : দুই প্রকার। যেমন - মা-বাবা, ছেলে-মেয়ে ভালোবাসা, ভাইয়ে-ভাইায়ে ভালোবাসা। এই ভালোবাসা হলো প্রকৃত স্বভাবজাত ভালোবাসা। পক্ষান্তরে যে যুবক-যুবতীকে ভালবাসে সে ভালোবাসা শুধুমাত্র তার রূপের নেশায় ভালোবাসা। এ নেশা হার মানিয়েছে মদ, গাঁজা, হিরোইন আফিংগের মত নেশাকেও। এ ভালোবাসা মা-বাবা, আত্মীয় স্বজনকেউই মানে না। শুধু একে ওপরের জন্য প্রেমের দেওয়ানা। এ ধরনের ভালবাসার বিয়ে শাদিতে পরবর্তী জীবনে মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। প্রায়ই এ ধরনের প্রমাণ আমাদের কাছে প্রতিয়মান আছে। তাই নির্মাণাতাদের প্রতি অনুরোধ রইল এ ধরনের প্রেমের ছবি নির্মাণ না করে পিতা-মাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার মত ভালো ছবি নির্মাণ করার জন্য। যাতে নতুন প্রজন্ম ছবি দেখে কিছু ভাল জিনিস শিখতে পায় এবং মা-বাবার প্রতি শ্রদ্ধাশীল হয়। পরিশেষে সকল পরিচালক বৃন্দের প্রতি আমার আকুল আবেদন-নতুন প্রজন্মের শিক্ষণীয় বিষয়ে ছবি নির্মান করুন। তাতে দেশবাসী উপকৃত হবে।
লেখক: কুবাদ বখত চৌধুরী রুবেল, গ্রাম: গনিপুর (পূরান বাড়ী), উপজেলা: জকিগঞ্জ, সিলেট। মোবাইল: ০১৯২৬ ১৪৯২৬৯
লেখক: কুবাদ বখত চৌধুরী রুবেল, গ্রাম: গনিপুর (পূরান বাড়ী), উপজেলা: জকিগঞ্জ, সিলেট। মোবাইল: ০১৯২৬ ১৪৯২৬৯
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !