স্টাফ রিপোর্টার
জকিগঞ্জে অভিনব পন্থায় ফেন্সিডিল পাচারকালে বিজিবির হাতে ২৯ বোতল ফেন্সিডিলসহ ধরা পড়েছেন দুই মহিলা। আটককৃতরা হলেন খলাছড়া ইউনিয়নের লোহারমহল গ্রামের ইসহাক আলীর মেয়ে রুবিনা বেগম (৩৬) ও একই গ্রামের আব্দুল আহাদের স্ত্রী চায়না বেগম (৩৫)। জানা যায়, গতকাল ৪ জুন বৃহস্পতিবার সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লোহারমহল বিওপির হাবিলদার মোঃ সুলতান গিয়াস উদ্দিন এর নেতৃত্বে একটি টহল দল লোহারমহল বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বেওর পাঁকা রাস্তার উপর হতে তাদের আটক করে। এ সময় আটককৃতদের বোরকার নীচ থেকে দেহের সাথে ফিটিং অবস্থায় ২৯ বোতল ভারতীয় ফে›িসডিল উদ্ধার করা হয়। আটককৃত ভারতীয় ফে›িসডিলের আনুমানিক মূল্য এগার হাজার ছয়শত টাকা। আটককৃত আসামীদের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
জকিগঞ্জে অভিনব পন্থায় ফেন্সিডিল পাচারকালে বিজিবির হাতে ২৯ বোতল ফেন্সিডিলসহ ধরা পড়েছেন দুই মহিলা। আটককৃতরা হলেন খলাছড়া ইউনিয়নের লোহারমহল গ্রামের ইসহাক আলীর মেয়ে রুবিনা বেগম (৩৬) ও একই গ্রামের আব্দুল আহাদের স্ত্রী চায়না বেগম (৩৫)। জানা যায়, গতকাল ৪ জুন বৃহস্পতিবার সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লোহারমহল বিওপির হাবিলদার মোঃ সুলতান গিয়াস উদ্দিন এর নেতৃত্বে একটি টহল দল লোহারমহল বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বেওর পাঁকা রাস্তার উপর হতে তাদের আটক করে। এ সময় আটককৃতদের বোরকার নীচ থেকে দেহের সাথে ফিটিং অবস্থায় ২৯ বোতল ভারতীয় ফে›িসডিল উদ্ধার করা হয়। আটককৃত ভারতীয় ফে›িসডিলের আনুমানিক মূল্য এগার হাজার ছয়শত টাকা। আটককৃত আসামীদের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !