স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ গুণীজন সংর্বধনা পরিষদের সাধারন সভা আগামীকাল ১৩ জুন শনিবার বাদ মাগরিব সিলেট নগরীর শিবগঞ্জস্থ সোনারগাঁও কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে। এ সভায় ‘জকিগঞ্জ গুণীজন সংর্বধনা পরিষদ’ এর নীতিমালা অনুমোদন ও পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠনের কথা রয়েছে। উক্ত সভায় জকিগঞ্জের সকল শ্রেণী-পেশার মানুষকে উপস্থিত থাকার জন্য পরিষদের সচিব মাওলানা মুখলিসুর রহমান অনুরোধ জানিয়েছেন।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !