Headlines News :
Home » » সিলেটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জকিগঞ্জের সেলিম গুরুতর আহত

সিলেটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জকিগঞ্জের সেলিম গুরুতর আহত

Written By zakigonj news on সোমবার, ১১ মে, ২০১৫ | ৩:৪৫ PM

স্টাফ রিপোর্টার
সিলেট শহরতলীর মেজরটিলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন জকিগঞ্জের খলাছড়া গ্রামের মছদ্দর আলীর পুত্র প্রবাসী সেলিম আহমদ (৪০)। গত ৭ মে বৃহস্পতিবার বিকালে শহরতলীর চামেলীভাগস্থ নিজ বাসা থেকে তার শিশুপুত্র তাজওয়ান আহমদ শাফীকে ডাক্তার দেখাতে যাওয়ার পথে এ দূর্ঘটনা ঘটে। আহত সেলিম আহমদের শশুর সীমান্তিকের সাবেক চেয়ারম্যান আব্দুল আহাদ জানান, তার মেয়ের জামাই সেলিম আহমদ তার ছেলে শাফীকে দাঁতের ডাক্তার দেখাতে সিলেট নগরীর ইবনে সিনা হাসপাতালের উদ্দেশ্যে চামেলীভাগ থেকে একটি সিএনজি অটোরিক্সায় উঠেন। সিএনজি গাড়িটি যখন মেজরটিলা ছেড়ে ওয়ান ব্যাংকের সামনে আসে তখন পিছন থেকে বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক সিএনজি
অটোরিক্সাকে চাঁপা দেয়। এতে গাড়িতে থাকা সেলিম আহমদের দুই পায়ের তিনটি স্থানে ভেঙ্গে যায় এবং উরুতে মাংস জমে যায়। এ সময় তার সাথে থাকা শিশুপুত্র তাজওয়ান আহমদ শাফী মাথায় প্রচন্ড আঘাত পায়। স্থানীয়রা তাৎক্ষণিক সেলিম আহমদ ও তার ছেলে শাফীকে উদ্ধার করে সিলেট নগরীর ইবনে সিনা হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা ইবনে সিনা হাসপাতালের ৮০৪নং কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে আহত সেলিম আহমদের মামা জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শাব্বীর আহমদ জানান, সেলিম আহমদ একজন ফ্রান্স প্রবাসী। সে বেশ কিছুদিন থেকে দেশে রয়েছে। সড়ক দুর্ঘটনায় তার গুরুতর অবস্থা। তবে তার ছেলে অবস্থা অনেকটা ভালো। আলহাজ্ব শাব্বীর আহমদ তাঁর ভাগনার সুস্থতার জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।
Share this article :

0 মন্তব্য:

Speak up your mind

Tell us what you're thinking... !

ফেসবুক ফ্যান পেজ

 
Founder and Editor : Rahmat Ali Helali | Email | Mobile: 01715745222
25, Point View Shopping Complex (1st Floor, Amborkhana, Sylhet Website
Copyright © 2013. জকিগঞ্জ সংবাদ - All Rights Reserved
Template Design by Green Host BD Published by Zakigonj Sangbad