স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ উপজেলার কাজলসার ইউনিয়নের মঙ্গলশাহ (সাদিরখাল) গ্রামের আব্দুল জব্বার (জবাই)’র আলোচিত মেয়ে নাজু বেগমকে অবশেষে ১লক্ষ ১০ হাজার টাকা মোহরানা সাব্যস্ত করে গোটারগ্রামের আব্দুস শুক্কুরের ছেলে আবুলের সাথে বিয়ের কথা বার্তায় আবদ্ধ করা হয়েছে। নাজু বেগম গত ১৩ মে বুধবার থেকে বিয়ের দাবীতে গোটারগ্রামের আবুলের ঘরে অবস্থান করছিল। শেষ পর্যন্ত গত ১৭ মে রোববার রাতে বিয়ের কথা-বার্তা চুড়ান্ত হওয়ায় আবুলের ঘর থেকে নাজু বেগম পিতা আব্দুল জব্বার জবাইর সাথে নিজ বাড়ীতে যান। স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান এম.এ.রশীদ বাহাদুর জানান, নাজু বেগমের অসামাজিক ও অনৈতিক কার্যকলাপসহ তরুণদের ফাঁদে ফেলে টাকা-পয়সা হাতিয়ে নেয়ার অভিযোগে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল। এহেন পরিস্থিতিতে তার কোন জন্ম নিবন্ধন কার্ড না পাওয়ায় ১লক্ষ ১০ হাজার টাকা মোহরানা সাব্যস্থ করে বিয়ের কথা বার্তা ঠিক করেছেন ছেলে ও মেয়ের পরিবারের লোকজন। এতে এলাকার মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
জকিগঞ্জ উপজেলার কাজলসার ইউনিয়নের মঙ্গলশাহ (সাদিরখাল) গ্রামের আব্দুল জব্বার (জবাই)’র আলোচিত মেয়ে নাজু বেগমকে অবশেষে ১লক্ষ ১০ হাজার টাকা মোহরানা সাব্যস্ত করে গোটারগ্রামের আব্দুস শুক্কুরের ছেলে আবুলের সাথে বিয়ের কথা বার্তায় আবদ্ধ করা হয়েছে। নাজু বেগম গত ১৩ মে বুধবার থেকে বিয়ের দাবীতে গোটারগ্রামের আবুলের ঘরে অবস্থান করছিল। শেষ পর্যন্ত গত ১৭ মে রোববার রাতে বিয়ের কথা-বার্তা চুড়ান্ত হওয়ায় আবুলের ঘর থেকে নাজু বেগম পিতা আব্দুল জব্বার জবাইর সাথে নিজ বাড়ীতে যান। স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান এম.এ.রশীদ বাহাদুর জানান, নাজু বেগমের অসামাজিক ও অনৈতিক কার্যকলাপসহ তরুণদের ফাঁদে ফেলে টাকা-পয়সা হাতিয়ে নেয়ার অভিযোগে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল। এহেন পরিস্থিতিতে তার কোন জন্ম নিবন্ধন কার্ড না পাওয়ায় ১লক্ষ ১০ হাজার টাকা মোহরানা সাব্যস্থ করে বিয়ের কথা বার্তা ঠিক করেছেন ছেলে ও মেয়ের পরিবারের লোকজন। এতে এলাকার মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !