স্টাফ রিপোর্টার
জকিগঞ্জে উপজেলার কোথায়ও আজ বৃহস্পতিবার ভোর ৫টা থেকে রাত সাড়ে ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বিদ্যুৎ আসেনি। ফলে অন্ধকারে রয়েছে পুরো উপজেলার মানুষ। আর বিদ্যুতের অভাবে চরম দূর্ভোগ পোহাচ্ছেন সংশ্লিষ্ট গ্রাহকরা। এনিয়ে মানুষের মনে চরম ক্ষোভ ও অসন্তুষ বিরাজ করছে। এলাকাবাসী মনে করেন, বিদ্যুৎ বিভাগ নানা অজুহাত দেখিয়ে অন্ধকারে রেখেছে জকিগঞ্জের মানুষকে। নয়তো ঘন ঘন এসব সমস্যা হবে কেন। আর যদি হয়েই থাকে তবে সংস্কার করতে ২০ঘন্টার উপরে সময় লাগবে কেন? এ ব্যাপারে জোনাল অফিসের ডিজিএম সুজিত কুমার বিশ্বাস বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় জকিগঞ্জ সংবাদকে জানান, জকিগঞ্জের কিছু কিছু এলাকায় রাত ১১টার দিকে বিদ্যুৎ চালু হয়েছিল। কিন্তু পুনরায় ঝড় বৃষ্টি আসার কারণে বন্ধ করে দেয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যে পুনরায় বিদ্যুৎ চালু করা হবে।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !