স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ-শেওলা সড়কে গতকাল ২৮ এপ্রিল মঙ্গলবার বিকালে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক যাত্রীর পা ভেঙ্গে গেছে। জানা যায়, শেওলা থেকে ছেড়ে আসা একটি লেগুনা ঈদগাহ বাজার আসার পথে বেপরোয়া গতিতে চালানোর ফলে মাদারখাল টাওয়ারের নিকট এসে উল্টে যায়। এতে লেগুনার যাত্রী জকিগঞ্জ পৌর এলাকার কান্দিগ্রামের আনন্দপুরের আংকি মিয়ার ছেলে মোস্তফা মিয়া (৩৫) এর ডান পা ভেঙ্গে যায়। জকিগঞ্জ সরকারি হাসপাতালে চিকিৎসাধীন আহত মোস্তফা আহমদ জানান, চালককে বার বার নিষেধ করা সত্বেও সে দ্রুত গতিতে লেগুনাটি চালাচ্ছিল। মাদারখাল টাওয়ারের কাছে এসে লেগুনাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাঁশে খাদে পরে যায়। গাড়িতে থাকা অন্য কয়েকজন যাত্রী লাফিয়ে পরার সময় আহত হন। এ সময় দুর্ঘটনা কবলিত লেগুনাটি ফেলে চালক পালিয়ে যায়।
জকিগঞ্জ-শেওলা সড়কে গতকাল ২৮ এপ্রিল মঙ্গলবার বিকালে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক যাত্রীর পা ভেঙ্গে গেছে। জানা যায়, শেওলা থেকে ছেড়ে আসা একটি লেগুনা ঈদগাহ বাজার আসার পথে বেপরোয়া গতিতে চালানোর ফলে মাদারখাল টাওয়ারের নিকট এসে উল্টে যায়। এতে লেগুনার যাত্রী জকিগঞ্জ পৌর এলাকার কান্দিগ্রামের আনন্দপুরের আংকি মিয়ার ছেলে মোস্তফা মিয়া (৩৫) এর ডান পা ভেঙ্গে যায়। জকিগঞ্জ সরকারি হাসপাতালে চিকিৎসাধীন আহত মোস্তফা আহমদ জানান, চালককে বার বার নিষেধ করা সত্বেও সে দ্রুত গতিতে লেগুনাটি চালাচ্ছিল। মাদারখাল টাওয়ারের কাছে এসে লেগুনাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাঁশে খাদে পরে যায়। গাড়িতে থাকা অন্য কয়েকজন যাত্রী লাফিয়ে পরার সময় আহত হন। এ সময় দুর্ঘটনা কবলিত লেগুনাটি ফেলে চালক পালিয়ে যায়।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !