শিল্পী রাণী দাস. বারহাল:
জকিগঞ্জের বারহাল ইউনিয়নে এবার এক সৌদী আরব প্রবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত এই প্রবাসী পরচকগ্রামের মৃত বশর আলী (কালা মিয়া) পূত্র জিরা মিয়া (৪৭)। জানা যায়, আজ সোমবার ভোরে নিহতের পরিবারের লোকজন ঘরের বাইরে দরজার পাশে তার লাশ দেখতে পান। লাশের মুখে ও অন্ডকোষে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া লাশের মুখ দিয়ে রক্ত বের হওয়ার কথা জানিয়েছেন অনেকে। স্থানীয়রা জানান, নিহত জিরা মিয়ার স্ত্রীকে নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের বিচারাধীন রয়েছে। ২ ছেলে ও ২ মেয়ের জনক জিরা মিয়া আগামী সাপ্তাহে সৌদী আরব ফেরত যাওয়ার কথা ছিল। খবর পেয়ে জকিগঞ্জ থানার এসআই সিরাজুল ইসলাম ও এএসআই রতন লাল দে এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
জকিগঞ্জের বারহাল ইউনিয়নে এবার এক সৌদী আরব প্রবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত এই প্রবাসী পরচকগ্রামের মৃত বশর আলী (কালা মিয়া) পূত্র জিরা মিয়া (৪৭)। জানা যায়, আজ সোমবার ভোরে নিহতের পরিবারের লোকজন ঘরের বাইরে দরজার পাশে তার লাশ দেখতে পান। লাশের মুখে ও অন্ডকোষে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া লাশের মুখ দিয়ে রক্ত বের হওয়ার কথা জানিয়েছেন অনেকে। স্থানীয়রা জানান, নিহত জিরা মিয়ার স্ত্রীকে নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের বিচারাধীন রয়েছে। ২ ছেলে ও ২ মেয়ের জনক জিরা মিয়া আগামী সাপ্তাহে সৌদী আরব ফেরত যাওয়ার কথা ছিল। খবর পেয়ে জকিগঞ্জ থানার এসআই সিরাজুল ইসলাম ও এএসআই রতন লাল দে এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !