
জকিগঞ্জের চৌধুরী বাজারে খাদিমুল কুরআন পরিষদের উদ্যোগে আগামী ৯ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১টা থেকে মধ্যরাত পর্যন্ত এক বিশাল তাফসিরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। চৌধুরী বাজার সংলগ্ন মাঠে আয়োজিত এ তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা মুফতি আনোয়ার হোসাইন চিশতী, ঢাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা মোহাম্মদুল্লাহ জামী, কিশোরগঞ্জ। তাফসির পেশ করবেন সিলেটের দরগাহ মাদ্রাসার মুহাদ্দিছ মাওলানা সালেহ আহমদ, জকিগঞ্জের লামারগ্রাম মাদ্রাসার মুহাদ্দিছ মাওলানা মুফতি আবুল হাসান, বিয়ানীবাজারের মেওয়া মাদ্রাসার শিক্ষাসচিব মাওলানা আসআদ আহমদ, মুরাদগঞ্জ মাদ্রাসার মুহাদ্দিছ মাওলানা আব্দুল মালিক ক্বাসিমী ও মাওলানা আতাউর রহমান প্রমূখ। এছাড়া মাহফিলের তিন পর্বে সভাপতিত্ব করবেন হাড়িকান্দি মাদ্রাসার মুহতামীম আল্লামা শায়খ আব্দুল গণী, শায়খুল হাদিস মাওলানা হাফিজ ফখরুল ইসলাম ও সিলেট নয়াসড়ক মাদ্রাসার মুহাদ্দিছ মাওলানা আব্দুল কদির। মাহফিলে সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষকে উপস্থিত থাকার জন্য তাফসিরুল কুরআন মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !