
সিলেট কোতয়ালী থানা থেকে বরখাস্ত হওয়া ওসি আতাউর রহমান বাবুলের বাড়ী খোঁজে পায়নি জকিগঞ্জ থানা পুলিশ। জানা যায়, সিলেট মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতের নির্দেশে জকিগঞ্জ থানা পুলিশ গত ২৬ মার্চ বৃহস্পতিবার আদালত থেকে প্রেরিত ওসি আতাউর রহমানের বাড়ীর ঠিকানা অনুযায়ী বাড়ীর মালামাল ক্রোক করতে সেখানে হানা দেয়। ঠিকানা অনুযায়ী জকিগঞ্জ পৌরসভার আলমনগরে গিয়ে জকিগঞ্জ থানা পুলিশ বরখাস্তকৃত ওসি আতাউর রহমানের বাড়ী খোঁজে পায়নি। বিষয়টি নিয়ে বিভ্রতকর অবস্থায় পড়ে জকিগঞ্জ থানা পুলিশ। পরে স্থানীয়রা জানান, চাকুরীতে যোগদানকালীন সময়ে ওই ঠিকানায় আতাউর রহমান বাবুলের পূর্বপুরুষ বসবাস করে আসলেও পরবর্তীতে তা বিক্রি করে দেয় হয়। তাই জকিগঞ্জ থানা পুলিশ বরখাস্তকৃত ওসি আতাউর রহমান বাবুলের বাড়ীর মালামাল ক্রোক করতে না পেরে শূণ্য হাতে ফিরে আসেন। বিষয়টিন সত্যতা স্বীকার করে জকিগঞ্জ থানার ওসি (ইনচার্জ) সফিকুর রহমান খাঁন বলেন, আদালতের নির্দেশে বরখাস্তকৃত ওসি আতাউর রহমানের বাড়ীর ঠিকানা অনুযায়ী মালামাল ক্রোক করার জন্য পুলিশ আলমনগর গিয়ে বাড়ী খোঁজে পায়নি। তিনি বলেন, আদালত কর্তৃক প্রেরিত আদেশপত্র অনুযায়ী তার বাড়ী খুঁজে না পেয়ে পুলিশ জকিগঞ্জ পৌরসভা থেকে একটি প্রত্যয়নপত্র সংগ্রহ করেছে। যাতে জকিগঞ্জ পৌরসভার আলমনগরে বরখাস্তকৃত ওসি আতাউর রহমানের কোন বাড়ী ঘর নেই বলে উল্লেখ রয়েছে। তবে পুলিশ তার বর্তমান বাড়ীর ঠিকানা সম্পর্কে আদালতকে অবহিত করবে।
প্রসঙ্গত-২০১৪ সালের ১৭ জুলাই ছাতক পৌরসভার মেয়রের ভাই কামাল আহমদ চৌধুরীকে নির্যাতনের ঘটনায় দায়েরকৃত মামলায় সিলেটের সিএমএম আদালত পলাতক ওসি আতাউর রহমানের মালামাল ক্রোকের নির্দেশ দেন।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !