স্টাফ রিপোর্টার
জকিগঞ্জের বাবুর বাজার সংলগ্ন ঘেছুয়া রাস্তার মুখে গত ২৫ এপ্রিল শনিবার সন্ধ্যায় এক ভয়াবহ সড়ক দূর্ঘটনায় একই পরিবারের পাঁচ জনসহ ২০জন লোক আহত হয়েছে। গুরুতর আহত চার জনকে সিলেট এম.এ.জি.ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জানা যায়, কালিগঞ্জ থেকে ছেড়ে আসা একটি লেগুনার সাথে জকিগঞ্জ থেকে ছেড়ে যাওয়া একটি টমটমের মুখোমুখি সংঘর্ষ হলে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এতে আহতরা হলেন উপজেলার নিয়াগুল গ্রামের শফিকুর রহমানের পুত্র আইনুল হক (৪৫), তার স্ত্রী শাহেদা বেগম (৩০), তার ছেলে শাহেদ আহমদ (৮), মেয়ে রিপা বেগম (১০), তার ভাবী হুসনা বেগম (৪০), একই গ্রামের আব্দুর রশিদের পুত্র আকুল মিয়া (৩২), মৃত আব্দুল মুতালিবের স্ত্রী কয়তুন বিবি (৫০), রারাইগ্রামের আব্দুল হান্নানের মেয়ে শামীমা বেগম (১৫), বাঘপাড়া গ্রামের হারু মিয়ার মেয়ে হানুফা বেগম (৩৫), মাইজকান্দি গ্রামের আব্দুল মালিকের পুত্র মিশকাত মিয়া (১০) সহ ২০জন যাত্রী আহত হয়েছে। হানুফা বেগম (৩২), মিশকাত আহমদ (১৪), সায়না বেগম (৩৫) ও সাহেদ আহমদ (১০) কে জকিগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ আব্দুল্লাহ আল মেহেদী জানান, গুরুতর আহত আইনুল হক, তার স্ত্রী শাহেদা বেগম, ভাবী হোসনা বেগম ও আকল মিয়াকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ীতে ফিরেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনা কবলিত গাড়ী দু’টি দুমড়ে মুচড়ে যায়।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !