
জকিগঞ্জের বারহাল ইউনিয়নের শরিফাবাদ লোহারসাঙ্গড় গ্রামে গত ২২ মার্চ দিবাগত রাতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে দেলোয়ার হোসেন (৩৫) নামের এক ডাকাতকে আটক করেছে। যৌথ বাহিনীর অভিযানের বিষয়টি টের পেয়ে দেলোয়ারের বাড়ীর লোকজন র্যাব-পুলিশের উপর হামলা চালায় ও কুকুর লেলিয়ে দেয়। এ সময় লেলিয়ে দেয়া কুকুরের কামড়ে জকিগঞ্জ থানার এএসআই রতন লাল দেব ও হামলায় যৌথ বাহিনীর কয়েকজন সদস্য আহত হন। জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) শওকত হোসেন ও র্যাবের ডিএডি মঈন উদ্দিন এ অভিযানে নেতৃত্ব দেন। এ প্রসঙ্গে জকিগঞ্জ থানার ওসি (ইনচার্জ) সফিকুর রহমান খাঁন বলেন, গত ১৮ মার্চ রাতে বাটইশাইল গ্রামের দূধর্ষ ডাকাতির ঘটনায় দায়েরকৃত মামলার সে এজাহারভূক্ত আসামী ও তার বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় খুনসহ ডাকাতির একটি মামলা, কানাইঘাট থানায় ডাকাতির একটি মামলা ও জকিগঞ্জ থানায় চারটি ডাকাতির মামলা রয়েছে।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !