স্টাফ রিপোর্টার
জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়নের হাজীগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান গত ২৬ ফেব্র“য়ারি বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। সমাজসেবী আব্দুল লতিফের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক জামাল উদ্দিন লস্কর এবং শিক্ষক ফয়সল আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী গিয়াস আহমদ মজুমদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নারীনেত্রী সাজনা সুলতানা হক চৌধুরী, ওয়াজেদ আলী মজুমদার বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক কফিল উদ্দিন, সহ প্রধান শিক্ষক মাখন চন্দ্র নাথ, সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদের নির্বাহী সম্পাদক আহমদুল হক চৌধুরী বেলাল, সমাজসেবী মাশুক আহমদ, আব্দুর রহমান, শিক্ষিকা সেলিনা বেগম, বেদানা বেগম, তানিয়া বেগম, সাহানা ইয়াছমিন ও স্বপ্না বেগম প্রমূখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গিয়াস মজুমদার বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড, শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি লাভ করতে পারেনা। জাতি শিক্ষিত হলে দেশ উন্নত হবে। তিনি বলেন, লেখাপড়া যেমনি শিখতে হয় ঠিক তেমনি খেলাধুলা শিখতে হয়। ভালো খেলাধুলার মাধ্যমেও দেশের সুনাম বয়ে আনা সম্ভব। অনুষ্ঠানের শুরুতে শিশু শ্রেণীর ফাতেমাতুজ জুহুরা লস্কর লীনা অতিথিদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন। তার মানপত্রের জবাবে প্রধান অতিথি গিয়াস আহমদ মজুমদার বিদ্যালয়ের সীমানা প্রাচীর করে দেওয়ার ঘোষনা দেন এবং বিদ্যালয়ের সব ক’টি শ্রেণীর কৃতি শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ প্রদান করেন। অনুষ্ঠানে সাবেক সফল চেয়ারম্যান মুসলেহ উদ্দিন ও উপজেলার শ্রেষ্ট শিক্ষক জামাল উদ্দিন লস্করকে সংবর্ধনা ও ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন পর্বে অভিভ্যক্তি প্রকাশ করেন শিক্ষক মুসলেহ উদ্দিন, শিক্ষার্থী রেজা মাহবুব লস্কর ও সাহেদ আহমদ। ফুলের তোড়া দিয়ে বরণ করেন করে শিক্ষার্থী ফয়সল আহমদ ও জামাল উদ্দিন। এছাড়া নিত্য পরিবেশন করে শিশু দিবা, তারিন, জেবিন, লীনা, আশা ও জাকওয়ানা। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !