স্টাফ রিপোর্টার
জকিগঞ্জের বারহাল ইউনিয়নের নিজগ্রামে এক দুবাই প্রবাসীর বাড়িতে গতকাল শুক্রবার দিবাগত রাতে এক ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। জানা যায়, নিজগ্রামের হফিজ আব্দুল হান্নানের ঘরের দরজা ভেঙ্গে ১৫/১৬ জনের একদল ডাকাত ভিতরে প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। বাড়ির মালিক আব্দুল হান্নানের দুবাই ফেরত ছেলে হোসেন আহমদ বাঁধা দিতে গেলে ডাকাতরা তাকে বেধেঁ বুকের উপর বন্দুক ধরে রাখে। এ সময় ডাকাতদের হামলায় আহত হন বাড়ির মালিক হাফিজ আব্দুর হান্নান। প্রবাস ফেরত হোসেন আহমদ জানান, ডাকাতরা ঘরের সকলের হাত-পা বেঁধে তার বুকে বন্দুক রেখে নগদ টাকা, দামী কাপড়-চোপড় ও ৩টি মোবাইল ফোন নিয়ে পার্শ্ববর্তী প্রবাসী জাকারিয়া আহমদের ঘরে প্রবেশ করে। সেখানে গিয়ে একই কায়দায় সবাইকে জিম্মি করে প্রায় ১৫ ভরি স্বর্ণ, ২টি মোবাইল সেট ও দামী কাপড় চোপড়সহ কয়েক লক্ষ টাকার মালামাল নিয়ে যায়। ডাকাতির বিষয়টি টের পেয়ে প্রতিবেশীরা প্রতিরোধের চেষ্ঠা করলে গুলি ছুড়ে ডাকাত দল পালিয়ে যায়। ডাকাতির খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !