স্টাফ রিপোর্টার
জকিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে সপ্তাহব্যাপী অমর একুশের চেতনায় ১২তম বই মেলা শেষ হয়েছে গত ২৬ ফেব্র“য়ারি বৃহস্পতিবার। উপজেলা প্রশাসনের আয়োজনে জকিগঞ্জ পুস্তক বিক্রেতা সমিতির সহযোগিতায় প্রতিবারের মতো এবারো জকিগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ মেলা অনুষ্ঠিত হয়। সমাপনী দিনে মেলা মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে হাফসা মজুমদার মহিলা ডিগ্রী কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। বিপুল সংখ্যক দর্শক শ্রোতাকে আকর্ষণ করে তাদের পরিবেশনা। সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, হাফসা মজুমদার মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ নিয়াজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দার, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মাহতাব উদ্দিন, পুস্তক বিক্রেতা সমিতির সভাপতি আব্দুল আহাদ, অধ্যাপক সিপ্রা রায়, সিক্তা রায়, হরিপদ দত্ত, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম। প্রভাষক খালেদ মহিউদ্দিনের উপস্থাপনায় সমাপনী অনুষ্ঠানে প্রভাতফেরীর গান পরিবেশন করেন কলেজের অধ্যক্ষ নিয়াজুর রহমান। গান করেন প্রভাষক নজরুল ইসলাম। শিক্ষার্থী নূরে জান্নাতের আবৃত্তি, সাম্মী আক্তারের ‘শহীদ জননী’ নাসিরা সুলতানার‘নীম পাগলী’র অভিনয়, হূমায়রা হলির গান এবং সাজিয়া আক্তারের দলীয় পরিবেশনা ছিল মনোমুগ্ধকর। মেলায় শেষ দিনে আয়োজক কমিটির ‘অমর একুশ গ্রন্থ জকিগঞ্জ’ এর মোড়ক উম্মোচন করা হয়। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনীতিক এমএজি বাবর, জকিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি প্রভাষক আল মামুন, প্রভাষক পাপড়ী রাণী রায়, প্রভাষক আজিজুল ইসলাম, প্রভাষক আতাহার আলী সরকার, প্রভাষক মনোয়ার হোসেন, সাংবাদিক শ্রীকান্ত পাল, এনামুল হক মুন্না, আল হাসিব তাপাদার, ডা. বিভাকর দেশমূখ্য, জাকির হোসেন মুকুল, নজমুল ইসলাম ও সার্জেন্ট বেলাল আহমদ প্রমুখ। সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে অথিতিবৃন্দ পুরস্কার তুলে দেন। মেলা মঞ্চে প্রতিদিনই ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। তবে কেউ কেউ অভিযোগ করেছেন সমন্বয়হীনতার কারণে এবারের বই মেলা জমে উঠেনি। ফলে মেলায় স্টলের সংখ্যা ছিল কম।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !